• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদাম থেকে পেয়ারা সবই অতীত! বাজার কাঁপাতে হাজির চাচার ‘কালো আঙ্গুর’ গান, রইল ভিডিও

Published on:

New Angur Song by guava seller became viral

কথায় বলে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কখন যে কে রাতারাতি সেলিব্রিটি হয়ে পরে সেটা বোঝা দায়! এই যেমন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জেরে ভাইরাল হয়ে পড়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। একটা গানের জেরেই পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছেন তিনি। তবে এবার বাদাম কাকুকে টেক্কা দিতে নতুন করে গান বেঁধেছেন এক চাচা। সেই ভিডিও কিন্তু বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

পেশায় চাচা একজন ফল বিক্রেতা, রাস্তায় নিজের ধারে নিজের ঠেলাগাড়িতে ফল নিয়ে বিক্রি করেন তিনি। আর এই প্রথমবার নয়, এর আগেও একবার ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার বেশ কিছুদিন পর পেয়ারা নিয়ে গান বেঁধেছিলেন তিনি। সেই গান রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে কাঁচা বাদাম গানের মতোই। এবার তিনিই আবারও ভাইরাল হয়ে পড়লেন।

Angur Viral song

সোশ্যাল মিডিয়াতে চাচার নতুন এক ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছেনতুন করে। যেখানে ভ্যানের মধ্যে পেয়ারা আছে ঠিকই তবে এবার পেয়ারা নয় বরং কালো আঙ্গুর নিয়ে গান বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই সেই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। লক্ষাধিক দর্শক হয়ে গিয়েছে ভিডিওতে। তাহলেই বুঝতে পারছেন ‘কালো আঙ্গুর’ গান হয়তো কাল নতুন ট্রেন্ড হয়ে দাঁড়াতে পারে।

আগেই বলেছিলাম চাচা এই প্রথমবার নয়, এর আগেও ভাইরাল হয়েছিলেন। তবে সেবার পেয়ারা নিয়েই গান বানিয়েছিলেন তিনি। তার পেয়ারা বিক্রির জন্য তৈরী গানের ভিডিও রেকর্ড করে শেয়ার করা হয়েছিল। যেটা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছিল। এখত্রেও তেমনটাই হয়েছে। কিন্তু মুশকিল হল ভাইরাল হওয়া ব্যক্তির নাম বা কোথাকার বাসিন্দা তিনি সেটা এপর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়াতে এসেছিল বহুদিন পেরিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই সেটা পুরোনো হয়ে যাবে। কিন্তু তা কিন্তু হয়নি, বরং নেটিজেনদের জন্য প্রায়দিনই নতুন গানের উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। আর দেশি তো বটেই বিদেশ থেকেও গানের অ্যালবামে গান গাওয়ার অফার  পেয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥