২০২০ বছরটা যেন অপয়া বছর! মহামারী থেকে শুরু করে অনেক বিনোদনজগৎ থেকে শুরু করে খেলার জগতের অনেকেরই জীবনাবসান হয়েছে এবছর। কিন্তু এবার বছরের শেষেই এল সুখবর। আসলে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই সুখবর। Google যেমন প্রতিবছরই তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নতুন অ্যান্ড্রয়েড ভাইরসন রিলিজ করে। তেমনি কিছু নতুন আপডেট নিয়ে আসে অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলিতে। এবছরও তেমনি নতুন ফিচারের কথা ঘোষণা করেছে গুগল।
নতুন এই ফিচারগুলির মধ্যে রয়েছে জি বোর্ডে নতুন এমজি সেকশন, সাথে ই-বুক এর জন্য অটো জেনারেটেড ন্যারেটার (auto-generated narrators)। এছাড়াও আরো কিছু ফিচার রয়েছে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেই জন্য বিশেষ লেবেল। তবে, এই ফিচারগুলো বিটা টেস্টিং প্রোগ্রামের অন্তর্গত, অর্থাৎ বিটা প্রোগ্রামের মেম্বাররাই এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক আসন্ন এই নতুন ফিচারগুলি সন্মন্ধে।
১. জি বোর্ডে নতুন ইমোজি (New Emoji in G Board)
নতুন এই ফিচারটির সাহায্যে ইউজাররা তাদের পছন্দের ইমোজির স্টিকারটি কাস্টমাইজ করতে পারবেন। জিবোর্ডে যেকোনো দুটি ইমোজি ট্যাপ করলেই গুগল তৎক্ষণাৎ ওই দুটি ইমোজির মিক্স স্টিকারের বিভিন্ন রূপ দেখাবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরের ভার্শনের ব্যবহারকারীরা এই ফিচার উপভোগ করতে পারবেন।
২. অটো জেনারেটেড ন্যারেটার ফর বুকস (Auto Generated Narrator for Books)
গুগলের নতুন ফিচারে কোনো অডিও ভার্সন ছাড়াই গুগল প্লে বুকসের জন্য এই ন্যারেটার ফিচার যুক্ত হয়েছে। যার ফলে যে কোনো ই বুক অটোমেটিক রিডিং করে পরে শোনাবে গুগল অ্যাসিস্টেন্ট। তবে, এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উপলব্ধ। আশা করা হচ্ছে শীঘ্রই এটি সারা বিশ্বে লঞ্চ হবে।
৩. গুগল মাপের গো ট্যাব (Go Tab on Google Maps)
মূলত এটি গুগল ম্যাপ এর একটি নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি যেকোনো গন্তব্যের লাইভ ট্রাফিক,পথ নির্দেশনা ও আনুমানিক পৌঁছানোর সময় সম্পর্কে জানতে পারবেন। আশা করা হচ্ছে নতুন এই ফিচারটি আগামী কিছুদিনের মধ্যেই প্রতিটি ইউজার ব্যবহার করতে পারবেন।
৪. নতুন ভয়েস অ্যাক্সেস লেবেল (Voice Access Level for Motor Disabled)
গুগল মোটর ডিস্যাবিলিটি সম্পন্ন ব্যক্তিদের জন্যও নতুন একটি ফিচার আনতে চলেছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের ভয়েস অ্যাক্সেস ফিচারটিতে নির্দিষ্ট লেবেল আনা হতে চলেছে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের মত করে লেবেল তৈরী করতে পারবেন ও তা অ্যাক্সেস করতে পারবেন।
৫. অ্যান্ড্রয়েড অটো ও নিয়ারবাই শেয়ার আপডেট (Android Auto & Nearby Share Upgrade)
গুগল অ্যান্ড্রয়েড অটো সমগ্র বিশ্বে চালু করেনি। কিন্তু এবার এই নতুন আপডেটে অ্যান্ড্রয়েড অটো পরিষেবাটি বিশ্বের আরও কিছু দেশে অ্যাভেলেবল করেছে। সাথে নিয়ারবাই শেয়ার এর মাধ্যমে গুগল প্লে (Google Play) থেকে যেকোনো অ্যাপ শেয়ার করা যাবে।