টিভিতে নানা চ্যানেলে নানা সিরিয়ালের (Serial) ভিড়ে কিছু সিরিয়াল একটু বেশিই মনে ধরে যায় ,এমনই একটি সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। ছটফটে গুনগুনের সাথে সৌজন্যের কম্বিনেশনে সিরিয়ালের প্লট জমজমাট। দুজনকে একটিবার দেখার আশায় সন্ধ্যা নামলেই টিভির পর্দার সামনে হাজির হন অগণিত দর্শকেরা। প্রতিটা পর্বই যেন হিট শুধু গুনগুন থাকলেই হল। অবশ্য পরিবারের বাকিরাও কোনো অংশে কম যায় না। সকলে মিলে নানান মজা আর হৈ হুল্লোড় করেই কাটে সারাদিন।
কিছুদিন আগেই গুনগুনের পরিবারে খুশির খবর এসেছে। মা হতে চলেছে মিষ্টি। আর সেই সবের মাঝেই গুনগুনের চেষ্টায় গোটাপরিবারের লোকজনদের নিয়ে স্পোর্টস ডে পালন হচ্ছে। মা বাবা জ্যাঠাই কাকিমনি থেকে শুরু করে সকলকেই এই খেলায় অংশ নিতে হবে। গুনগুনের করা অর্ডার। এরপর খেলাতেও দারুন মজার সমস্ত দৃশ্য চোখে পড়েছে। বিস্কুট দৌড়ে নাজেহাল জ্যাঠাইয়ের। কিন্তু এতো খুশি আনন্দ একেবারে ম্লান হয়ে গিয়েছিল হটাৎ করেই।
সৌজন্যের বাবা অর্থাৎ ভজনবাবু লক্ষাধিক টাকা ধার করেছেন বাড়ির কাউকে না জানিয়েই। কেন ধার করেছেন সে কোথাও প্রথমে বলতে চাননি বাড়ির কাউকেই। এই কারণে বাড়ির প্রত্যেক সদস্যের কাছেই কম বেশি অপমানিত হয়েছেন তিনি। তবে শেষমেশ জানা যায় কোনো খারাপ কাজ নয় বরং নিজের গানের সিডি বের করার জন্যই সেই টাকা ধার করেছিলেন তিনি। এটা জানতে পেরে অনেকটা স্বস্তিতে রয়েছে পরিবার। তবে মনে মনে নিজেদের কাছে খারাপ হয়ে গিয়েছেন প্রায় সকলেই।
কিন্তু মুশকিল হল খড়কুটো সিরিয়ালটা তো এরোকম ছিল না! গুনগুনের পাগলামি আর সৌজন্যের সাথে মিষ্টি প্রেমের রোমান্সের জন্যই তো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল সৌগুনের জুটি। এখন যেন কেমন এক ঘেয়ে হয়ে যেতে শুরু করেছে সিরিয়ালটি। এর প্রতিফলন অবশ্য সাপ্তাহিক টিআরপি রিপোর্টেও দেখা যাচ্ছে। একসময় টিআরপি তালিকার প্রথম সারিতে থাকলেও ইদানিং তৃতীয় স্থানে থাকতেও যথেষ্ট লড়াই করতে হচ্ছে খড়কুটোকে।
সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনার শেষ নেই। এক নেটিজেনদের মতে, ‘ কতদিন হল ওদের সেই জড়িয়ে ধরে ঘুমানোর সিনটা দেখিনি। আমাদের কথা কেন লেখিকা লীনা ম্যাম ভাবেন না? এবার চুপ করে না থেকে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে আনার সময় এসেছে’। অর্থাৎ সেরিয়ালটাকে সিরিয়াস না করে সেই পুরোনো গুনগুন সৌজন্যের রোমান্স দেখতে চাইছে দর্শকেরা। কখন সেই ইচ্ছা পূর্ণ হবে দর্শকদের সেটাই এখন দেখার!