• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুইঙ্কেল বোম্ব! অক্ষয়ের ছবি ‘লক্ষ্মীর’ রেশ ধরে এবার ট্রোলের মুখে অক্ষয়-পত্নী

Published on:

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি ‘লক্ষ্মী’। আমরা সকলেই জানি এর আগে এই ছবির নাম ছিল ‘লক্ষ্মী বোম্ব’, অসংখ্য বিতর্ক জলঘোলার পর এই ছবির নাম বদলে রাখা হয় শুধু ‘লক্ষ্মী’। এই সিনেমার বিরুদ্ধে অভিযোগ ওঠে সিনেমাতে হিন্দু দেবী লক্ষ্মীর অবমাননা করা হচ্ছে।

কিন্তু জনতার ক্ষোভ তাতেও কমেনি। এবার অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্নাকে নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলের বন্যা। সম্প্রতি টুইঙ্কেল খান্নার একটি ছবিকে লক্ষ্মীতে অক্ষয়ের নতুন লুকের মতো করে এডিট করে নীচে লেখা হয়েছে ‘টুইঙ্কেল বোম্ব’। তার এই ছবি শেয়ার করে হিন্দু মৌলবাদীরা সাফ হুমকি দিয়ে জানিয়েছেন, হিন্দু দেবদেবী নিয়ে কোনও রকম নোংরামি বরদাস্ত করা হবে না।

টুইঙ্কেল খান্নাও এই ট্রোলের যোগ্য জবাব দিয়েছেন, এই স্ক্রিনশটটি শেয়ার করে অক্ষয়-পত্নী লিখেছেন, ঈশ্বরকে নিয়ে তিনি রসিকতা করবেন কি! ঈশ্বর রসিক নিজে। তাই ওই নেটাগরিকের মতো তৃতীয় শ্রেণির মানুষ পৃথিবীতে রাজত্ব চালাতে পারছে। তার পরেই নিজের ওই লক্ষ্মী রূপ দেখে মন্তব্য করেন, দিওয়ালি স্পেশ্যাল হিসেবে নিজের নয়া লুক খুঁজছিলেন তিনি। এই ছবি একদম অন্য লুকে সাজিয়েছে তাঁকে। কৃষ্ণকায় নীল রঙের টুইঙ্কলের গায়ে বডি হাগিং ড্রেস আর কপালে বড় বিন্দি। পুরো ব্লু বম্ব শেল লাগছে। তিনি এই লুকের নয়া নাম দিলেন দিওয়ালি বম্ব শেল। একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানান তাঁকে এই নয়া লুক দেবার জন্য।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক হল ‘লক্ষ্মী’। রাঘব লরেন্স পরিচালিত এই ছবিটি করোনা মহামারী জনিত কারণে আগামী ৯ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে৷ নেটিজেনদের একাংশ অক্ষয় কুমারের এই লুককে তুলনা করেছেন ‘‌সংঘর্ষ’‌ ছবিতে আশুতোষ রানার সঙ্গে৷ ‘লক্ষ্মী’ নিয়ে জল্পনা তুঙ্গে, এখন ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥