• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঘন্য এক্সপ্রেশন, ভুলে গেছে নাচ! দেবী কমলে কামিনী সেজে নাচতে গিয়ে চরম ট্রোলের শিকার মিঠাই

Soumitrisha kundoo,mahalaya,dance,komole kamini,mithai,সৌমিতৃষা কুন্ডু,কমলে কামিনী,মহালয়া,নাচ

এখন বাংলার এক নম্বর সিরিয়াল বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে একটাই নাম। তা হল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই'(Mithai)। শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে বেঙ্গল টপারের (Bengal Toper) খেতাব নিজেদের দখলেই রেখেছে মিঠাইয়ের মোদক পরিবার। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই৷

এদিকে আর একদিন বাদেই মহালয়া। বৃষ্টির ফাঁকে ফাঁকে পেঁজা তুলোর মতো রোদ ঝলমলে আকাশ ও জানান দিচ্ছে আর বেশি দেরি নেই। পুজোর তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সামনেই মহালয়া যাকে বলা যায় পুজোর গৌড়চন্দ্রিকা। এই দিনটাতে ঘুম কাতুড়ে বাঙালিরও ঠিক ৪ টেয় ঘুম ভেঙে যায়। পরিবারের সবাই জড়ো হয় টিভির ঘরে, অথবা ধুলো ঝাড়া রেডিওতে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।mithai wedding

এই বিশেষ দিনে প্রতিটা চ্যানেলেই থাকে বিশেষ চমক। দেবীপক্ষের সূচনালগ্নে প্রতিবারের মতো এবারেও নতুন রূপে মা দুর্গার মহিষাসুরমর্দিনী নিয়ে হাজির হচ্ছে জি বাংলা। এবার এই চ্যানেলে মহালয়ার থিম নানা রূপে মহামায়া। মহালয়ার এই বিশেষ পর্বে সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে দেখা যাবে ‘দেবী কমলে কামিনী রূপে’।

Soumitrisha kundoo,mahalaya,dance,komole kamini,mithai,সৌমিতৃষা কুন্ডু,কমলে কামিনী,মহালয়া,নাচ

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহালয়ার শ্যুটিং এর বিভিন্ন মুহূর্ত। এদিন জি বাংলার অফিশিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মিঠাই ওরফে সৌমিতৃষাকে দেখা গিয়েছে নাচতে। কিন্তু এই নাচের কারণেই কার্যত বিপাকে পড়েছেন অভিনেত্রী।

 

ভিডিওতে দেখা গেছে নাচতে গিয়ে একাধিক ভুল করেছেন সৌমিতৃষা। কখনও তিনি ব্যালেন্স হারিয়ে হুড়মুড় করে পড়ে যাচ্ছেন, তো কখনও বা ভুলে গিয়েছেন গান, আবার কখনও নাচতে গিয়ে চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্টে কটু মন্তব্যের ঢল নেমেছে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥