• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সানার সাথে ট্রোল হতেই সোফিয়া বললেন আমি তিন বছর সেক্স করিনি, আমি সন্ন্যাসিনী

Published on:

ধর্মের পথ অনুসরণ করতে চান বলে অভিনয় ছেড়েছিলেন সানা খান। আল্লাহার নির্দেশেই বাকি জীবন কাটিয়ে দেবেন বলেই ঠিক করেছিলেন সানা। কিন্তু তার দিন কয়েক পরেই গুজরাতের মৌলানা অনস সাঈদকে বিয়ে করে সংসার পাতেন সানা। আর এরপরেই তাকে নিয়ে শুরু হয় নেটপাড়ায় জোর শোরগোল। আল্লাহর নির্দেশের গুজরাতের মৌলানাকে বিয়ে করেছেন বলে সানা জানালেই তাঁকে ট্রোল করতে শুরু করেন নেট জনতার একাংশ।

এমনকি সানাকে মডেল অভিনেত্রী সোফিয়া হায়াতের সঙ্গেও তুলনা করা হয়। ট্রোলারদের বক্তব্য, সোফিয়াও একসময় ইসলামের পথ বেছে নিয়ে অভিনয় ছেড়েছিলেন। কিন্তু তার সেই আচার বিধি বেশিদিন টেকেনি। দিন কয়েক যেতে না যেতেই আবার হট পোজে বিকিনিতে ফিরে এসেছেন সোফিয়া, সানার অবস্থাও সেইরকমই হবে বলে বক্তব্য ট্রোলারদের।

এবার সোফিয়া এসব ট্রোলের জবাবে গর্জে ওঠেন। তার দাবি, সন্ন্যাসীর বেশ ধারণ করার পর তিনি প্রায় ৩ বছর যৌন সম্পর্ক এড়িয়ে গিয়েছেন। তিনি আরও জানান সন্ন্যাসীর বেশ ছাড়লেও তার মনের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তিনি মন থেকে এখনও একই আছেন। পোশাক দিয়ে কখনও মানুষের ধর্মের বিচার করা যায়না। পাশাপাশি সানাকে নিজের মত থাকতেও দিতে বলেছেন সোফিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥