• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত এখন অতীত! লাস্যময়ী রূপে হাজির রিয়া চক্রবর্তী, ‘টাকা কোথায় পাচ্ছে?’ কটাক্ষ নেটিজেনদের

Published on:

Rhea Chakraborty ready to comeback on screen gets trolled by netizens

বলিউডের অন্যতম জনপ্রিয় হয়তো নয়, তবে অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। নায়িকা হিসেবে তাঁর পরিচয়ের থেকে বেশি সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকা হিসেবে তিনি বেশি জনপ্রিয়। অভিনেতার মৃত্যুর পর কম বিতর্কে জড়াননি। তবে আপাতত সেসব ভুলে নতুন করে জীবন শুরু করেছেন তিনি।

এখন পাপারাৎজির সামনে হাসি মুখে পোজ দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখা, সব কিছুই করছেন রিয়া। সুশান্ত অধ্যায় ভুলে এখন আবার পুরনো, স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। তবে নায়িকা সব কিছু ভুলে এগোতে চাইলেও, সুশান্ত অধ্যায় কিন্তু এত সহজে তাঁর পিছু ছাড়ছে না।

Rhea Chakraborty Sushant SIngh Rajput

ফের একবার একথা প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি নেটমাধ্যমে রিয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখার পর থেকেই তাঁকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁর চেহারা নিয়ে কটু মন্তব্য করা থেকে প্রাক্তন প্রেমিক সুশান্তকে নিয়ে খোঁচা দেওয়া, বাদ যায়নি কিছুই।

সম্প্রতি রিয়া ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে প্রবেশের আগে পাপারাৎজির সামনে হাসি মুখে পোজও দেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হতেই তাঁকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, রিয়া অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন একটি সেক্সি থাই হাই স্লিট শিমারি ড্রেস। খোলা চুল, অল্প গয়না এবং ন্যুড মেক আপে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে।

Rhea Chakraborty bold photoshoot

তবে রিয়ার এই লুক দেখার পর থেকেই তাঁর ওজন বেড়ে গিয়েছে বলে খোঁটা দিতে থাকে নেটিজেনদের একাংশ। কেউ কেউ তো আবার এও বলেন, অভিনেত্রী এখনও সুশান্তের টাকাতেই চলছেন। একজন নেটিজেন রিয়ার ভিডিওয় লিখেছেন, ‘টাকার উৎস জিজ্ঞেস করো কেউ এনার থেকে। এখন তো এনার কোনও ছবিও নেই’।

 

View this post on Instagram

 

A post shared by Koimoi.com (@koimoi)

আর একজন আবার সুশান্ত প্রসঙ্গে টেনে এনে বলেন, ‘এই মেয়ের কি একটুও খারাপ লাগে না? আশা করি সুশান্তের আত্মা শান্তি পাবে’। তৃতীয় নেটাগরিক আবার লেখেন, ‘সুশান্তের টাকায় একটি গাড়ি কিনেছিল, সেটিই এখনও পর্যন্ত চলছে। দ্বিতীয় গাড়ি কেনার ক্ষমতা নেই’। চতুর্থ নেটাগরিক তো রিয়াকে প্রকাশ্যেই ‘খুনি’ সম্বোধন করে লেখেন, ‘সুশান্ত সিং রাজপুতের খুনি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥