• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামান্য কথা কাটাকাটি থেকে রাজা-মাম্পির মনোমালিন্য! প্রমো দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো অনুরাগীরা

Published on:

Star Jalsha,স্টার জলসা,Desher Mati,দেশের মাটি,Rahul Arunoday Banerjee,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়,Rooqma Ray,রুকমা রায়

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’ (Desher Mati)। এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় জুটি হল রাজা-মাম্পির জুটি। তবে দর্শকদের কাছে অবশ্য এই জুটি রাম্পি নামেই অধিক পরিচিত। সিরিয়ালে রাজার চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায় (Rooqma Ray)। টিভির পর্দায় তাঁদের সম্পর্কের রসায়ন এক অন্য মাত্রা পেয়েছে।

তাই এই জুটি ধীরে ধীরে দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছেন। তাই তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় দর্শকদের উন্মাদনার শেষ নেই। এতদিন রাজা-মাম্পির মিলনের অপেক্ষায় চাতক পাখির মতো দিন গুনতেন নেটিজেনরা। শত ঝড় ঝাপ্টা পেরিয়ে শেষমেশ একেবারে নাটকীয়ভাবে বিয়ে হয়েছে রাজা মাম্পির। এরপর দর্শকদের দাবিতেই রাজা মাম্পির ফুলশয্যা পর্বও দেখানো হয়েছে সিরিয়ালে।

Desher Mati Raja Mampi wedding album দেশের মাটি রাজা মাম্পি বিয়ে

সেই পর্বে চরিত্রের খাতিরেই কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রাহুল-রুকমা। সেই দৃশ্য দেখে রাত্রি ভক্তরা যেমন হুঁশ হারিয়েছিলেন তেমনি ধেয়ে এসেছিল নেটিজেনদের একাংশের কটাক্ষ। ফ্যামিলি ড্রামায় ঘনিষ্ঠ দৃশ্য দেখানো নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁরা। এরপরেই তাঁদের পালটা জবাব দিয়েছিলেন রাহুল নিজেই।

দেশের মাটি Desher Mati Raja Mampi Love Story

সম্প্রতি সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। আর এই নতুন ট্রাকে রাজা-মাম্পির থেকে গল্পের ফোকাস ফের এসে পড়েছে কিয়ান-নোয়ার ওপর। দেখা যাচ্ছে নোয়াকে কথা শোনাচ্ছে মাম্পি। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। তাঁদের দাবি নোয়ার ভালো মেয়ের ইমেজ ধরে রাখতেই মাম্পিকে ইচ্ছাকৃতভাবে ভিলেন বানানো হচ্ছে। আর এই ব্যাপারটা রাম্পি ভক্তরা যে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না ইতিমধ্যেই তা জানতে পেরেছেন তাঁদের প্রিয় জুটি রাম্পি অর্থাৎ রাহুল-রুকমা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এসবের মধ্যেই আজ স্টার জলসার ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা সদ্য বিয়ের গন্ধ যেতে না একে অপরের সাথে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে রাজা মাম্পি। ভিডিওতে দেখা যাচ্ছে মাম্পির আচরণে আঘাত পেয়েছে রাজা। আর তাই নিয়েই তাদের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। রাজা মাম্পির মধ্যে তৈরি হওয়া মানসিক দূরত্বের আভাস পেয়ে বেজায় চটেছেন রাম্পিয়ানসরা। যার আঁচ এসে পড়েছে এই প্রমাণ কমেন্ট বক্সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥