• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর মন পেতে পুরনো দিনের নায়িকা সেজে হাজির! মিশকার ভোলবদলের ভিডিও দেখে তাজ্জব দর্শকরা

Published on:

Anurager Chhowa,Anurager Chhowa Mishka,Ahona Dutta,Anurager Chhowa Mishka new look,Bengali serial,entertainment,অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া মিশকা,মিশকার নতুন লুক,বাংলা সিরিয়াল,বিনোদন

বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চলতি সপ্তাহে আবার বেঙ্গল টপারের শিরোপা অর্জন করেছে স্টার জলসার এই সিরিয়াল। এই ধারাবাহিকে নায়ক-নায়িকা সূর্য-দীপার মতোই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন খলনায়িকা মিশকাও (Mishka)।

ইতিমধ্যেই ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন মিশকা। তাঁর শয়তানি দেখে রাগে রক্ত গরম হয়ে যায় দর্শকদের। তবে খলনায়িকার চরিত্রে অভিনয় করে এটা অনেক বড় পাওয়া অভিনেত্রী অহনা দত্তের (Ahona Dutta) কাছে। তাঁর অভিনয় যে সার্থক হয়েছে সেটির প্রমাণ এটাই।

Anurager Chhowa Mishka

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকা যেন তেন প্রকারেণ সূর্য এবং দীপাকে আলাদা করতে চায়। বেশ কয়েকবার অসফল হলেও, শেষ পর্যন্ত সফল হয়েছে সে। মিশকার সৌজন্যেই দীর্ঘ ৮ বছর ধরে একে অপরের থেকে দূরে রয়েছে দীপা এবং সূর্য।

তবে স্ত্রীয়ের থেকে দূরে থাকলেও সূর্য কিন্তু মিশকাকে পাত্তা দেয় না। ভালোবাসা, বিয়ে তো দূরে থাক, দীপার ডাক্তারবাবু তাঁকে স্রেফ বান্ধবীর চোখেই দেখে। যদিও মনে মনে এখনও সূর্যকে পাওয়ার নানান ফন্দি-ফিকির এঁটেই চলেছে মিশকা। এবার যেমন সূর্যকে ভোলাতে সম্পূর্ণ নতুন লুকে হাজির হয়েছে সে!

Surjya Mishka

মিশকাকে সাধারণত স্টাইলিং ওয়েস্টার্ন শাড়িতেই দেখে আসছেন দর্শকরা। তবে তাঁর নতুন লুক দেখে একেবারে ফিদা হয়ে গিয়েছেন প্রত্যেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী অহনা নিজের একটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে একেবারে অন্য লুকে দেখা যাচ্ছে।


মডার্ন স্টাইলিশ লুক ছেড়ে নব্বইয়ের দশকের নায়িকাদের মতো সেজেছেন পর্দার মিশকা। সাদা-কালো শাড়ি আর পুরনো দিনের নায়িকাদের মতো সাজে অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। মিশকার ভোলবদল দেখে প্রথমে একটু চমকেই গিয়েছিলেন নেটিজেনরা। কিন্তু পরে বোঝা যায়, ফটশ্যুটের জন্য এই লুকে সেজেছিলেন তিনি। তবে যে জন্যই সাজুন না কেন, অহনার এই নতুন লুক যে নেটপাড়ায় বাম্পার হিট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥