বাংলার টেলিভিশন জগতে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। এই মুহূর্তে বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসার একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালের (Mega Serial) লেখিকা তিনি। শুধু তাই নয় আরও একাধিক পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন একজন সফল চিত্রনাট্যকার, এবং প্রযোজক।
দীর্ঘদিনের ক্যারিয়ারে লিনা গাঙ্গুলী দর্শকদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিরিয়াল। তার মধ্যে অন্যতম ইষ্টিকুটুম, জল নূপুর, ইচ্ছেনদী, কুসুমদোলা, মোহর, পুন্যি পুকুর, কোজাগরি, নকশি কাঁথা, শ্রীময়ী, খড়কুটো ইত্যাদি তবে ভালো করে দেখলে বোঝা যাবে বেশিরভাগ সিরিয়ালেই এই লেখিকা হয় নায়ক নায়িকার বিচ্ছেদ নইলে কোন গুরুত্বপূর্ণ চরিত্র এমনকি নায়ক নায়িকার মৃত্যু পর্যন্ত দেখান। সিরিয়ালে নায়ক নায়িকার মৃত্যু হয়না এই মিথ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন লেখিকা।
লেখিকার এই ধরনের গল্প দেখানোর বিরুদ্ধে সম্প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন সিরিয়ালপ্রেমি দর্শকরা। সম্প্রতি খড়কুটো সিরিয়ালের দেখা যাচ্ছে ব্রেন টিউমারে মৃত্যু হয়েছে সিরিয়ালের নায়িকা গুনগুনের। তাতেই লেখিকার বিরুদ্ধে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। প্রসঙ্গত বাংলা সিরিয়ালে এই প্রথম নয় ইতিপূর্বে একাধিক সিরিয়ালেই প্রধান নায়ক নায়িকার মৃত্যু দেখিয়েছেন এই লেখিকা।আজ সেই তালিকা তুলে ধরা হল বং ট্রেন্ডের পাতায়।
১) পুণ্যিপুকুর (Punyipukur)
‘পুণ্যিপুকুর’ শেষ করেছিলেন কনকের শাশুড়ি অর্থাৎ রাধারাণীর মৃত্যু দিয়ে। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
২) কোজাগরী (Kojagori)
‘কোজাগরী’ শেষ করেছিল ফুলঝুরির মৃত্যু দিয়ে। এই সিরিয়ালে ফুলঝুরির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস।
৩) নকশী কাঁথা (Nakshi Kantha)
‘নকশী কাঁথা’ শেষ হয়েছিল যশ-এর মৃত্যু দিয়ে। ধারাবাহিকে নায়ক যশ-এর ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেনেতা সুমন দে-কে।
৪) শ্রীময়ী (Shreemoyi)
লীনা গাঙ্গুলীর লেখা সুপারহিট সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ষ্টার জলসার ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকও শেষ হয়েছে শ্রীময়ীর স্বামী রোহিত সেনের মৃত্যু দিয়ে। সিরিয়ালে এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী।
৫) খড়কুটো (Khorkuto)
আর এবার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খড়কুটো’ও শেষ হতে চলেছে হাসিখুশি,প্রাণোচ্ছল গুনগুনের মৃত্যু দিয়ে। ধারাবাহিকে সকলের প্রিয় এই গুনগুন চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী তৃণা সাহা।