• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ব্রহ্মাস্ত্র’র পর ‘লাইগার’ আবারও বয়কটের ডাক তুলল দর্শকরা! ১০০০ কোটি ডোবার ভয়ে ঘুম উড়ল করণের

বলিউডের জন্য সময়টা একেবারেই যে ভালো যাচ্ছে না, সেই বিষয়ে কোনও দ্বিধা নেই। তবে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির যে কোনও একজন তারকাকে যদি বেছে নিতে হয়, যার সময়টা সবচেয়ে খারাপ যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে তাঁর নাম হবে করণ জোহর। ধর্মা প্রোডাকশনের একের পর এক ছবি বয়কটের (Boycott) ডাক তুলছেন নেটিজেনরা। ‘ব্রহ্মাস্ত্র’র পর এবার নেটপাড়ায় উঠেছে ‘লাইগার’ (Liger) বয়কটের ডাক। যদি শেষ পর্যন্ত দর্শকরা দুই বিগ বাজেট ছবি বয়কট করেন তাহলে করণ (Karan Johar) আর্থিক দিক থেকে বড় ধাক্কা পেতে চলেছেন।

করণ জোহর প্রযোজিত স্পোর্টস ড্রামা ‘লাইগার’এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) এবং অনন্যা পাণ্ডে। ছবিটির ট্রেলার থেকে শুরু করে গান- দর্শকদের সব কিছুই ভালোলেগেছিল। কিন্তু শুধুমাত্র প্রয়োজকের নাম করণ জোহর বলে এবার ছবির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দর্শকরা।

   

Liger movie

বিজয়-অনন্যার এই ছবি পরিচালনা করেছেন পুরী জগন্নাধ। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এই মুহূর্তে জোরকদমে চলছে ছবির প্রচার কাজ। ‘লাইগার’এর সাফল্যের জন্য আবার বিশেষ পুজোও করেছিলেন দক্ষিণী তারকার মা। কিন্তু কোথায় কী! ছবি মুক্তির আগে থেকে নেটপাড়ায় #বয়কট লাইগার মুভি ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে।

Liger movie

‘লাইগার’ বয়কটের কারণ হিসেবে নেটিজেনরা বহু কারণ দেখিয়েছেন। একজন যেমন বিজয়কে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি এই সিনেমা বয়কট করব। করণ জোহর কিংবা ‘বুলিয়ুড’এর কারোর সঙ্গে কাজ করা উচিত হয়নি তোমার’। আর একজন আবার লিখেছেন, ‘প্রিয় বিজয়, তুমি জানো না, দর্শকরা কেন সিনেমা বয়কট করে। কারণ বলিউড সব সময় আমাদের সংস্কৃতির অপমান করে। বলিউড অভিনেতারা সব সময় এমন মন্তব্য করেন যা মানুষের ভাবাবেগে আঘাত করে। একজন মানুষ কিন্তু দর্শকদের জন্যই তারকা হয়’।

Vijay Deverakonda sadVijay Deverakonda sad

সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় বিজয় আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কট নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেতা প্রকাশ্যেই বলেছিলেন, একটি ছবি তৈরির পিছনে শুধুমাত্র অভিনেতা এবং পরিচালক থাকেন না। আরও ২০০-৩০০ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলী থাকেন। এই কাজ করেই অনেকের সংসার চলে। একটি ছবি থেকে কম করে হলেও ২০০০-৩০০০ সংসার চলে। তাই ‘লাল সিং চাড্ডা’ বয়কট করে শুধুমাত্র আমির খান নন, সেই মানুষগুলোর জীবনের ওপরও কিন্তু প্রভাব পড়ছে।

করণ জোহর প্রযোজিত ‘লাইগার’এর মাধ্যমে সাউথ সুপারস্টার বিজয় বলিউডে পা রাখতে চলেছেন। অপরদিকে বলি সুন্দরী অনন্যার এটি প্রথম এমন ছবি যা একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে। সব মিলিয়ে দুই তারকার অনুরাগীরা এই ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু এসবের মাঝেই ছবি বয়কটের ডাক ওঠায় খানিক দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।