• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিঁদূরদানের আগেই উঠে গেল বর! পুটুপিসির বিয়ে না হলে ‘খড়কুটো’ দেখব না, সাফ জানালো নেটিজেনরা

Published on:

অন্যান্য সব ধারাবাহিককে টেক্কা দিয়ে এখন টিআরপি (TRP) শীর্ষে রয়েছে জনপ্রিয় সিরিয়াল খড়কুটো (Khorkuto)। ৭.৩০ টা বাজলেই প্রতিটা বাড়িতেই একই সঙ্গে শুরু হয়ে যায় এই সিরিয়াল দেখার ধুম। তার একটাই কারণ, এই ধারাবাহিকে কাহিনির নতুনত্ব, একান্নবর্তী পরিবারে মিলেমিশে থাকার মজা আর, সৌগুনের মিষ্টি প্রেম।

খড়কুটোর সাম্প্রতিক পর্ব গুলিতে দেখানো হচ্ছিল, দীর্ঘদিনের প্রেমিক সুকল্যাণের সঙ্গে অবশেষে বিয়ে হচ্ছে পুটু পিসির। সমস্ত ভুলবোঝাবুঝি মিটিয়ে দেবলীনার মতেই পুটিপিসিকে বিয়ে করতে রাজী হয়েছিল সুকল্যাণ। কিন্তু, বিয়ের অনুষ্ঠানে না এসে বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো দেবলীনা।

পুটিপিসির সিঁথিতে সিঁদূর পরানো মুহূর্তেই খবর আসে আত্মহত্যার চেষ্টা করেছে দেবলীনা, এরপরেই বিয়ের আসর ছেড়ে দেবলীনাকে বাঁচাতে চুটে যায় বর। আর ভালোবাসার দিনে পুটুপিসির এই পরিণতি দেখে ক্ষোভে ফুঁসছে খড়কুটো প্রেমীরা। আর সব সিরিয়ালের মত একই ভাবে খলনায়িকার কারসাজিতে পুটুপিসির বিয়ে ভেস্তে যাওয় মানতে নারাজ নেটিজেনদের একাংশ।

সকলের আক্রমণের তীর লেখিকা লীনা গাঙ্গুলীর দিকেই, অনেকেই বলছেন, “খড়কুটো এতদিন আমাদের সব টেনশন দূর করে দিত কিছুক্ষনের জন্য হলেও, কিন্তু সে এখন একটা ভুল সিদ্ধান্তের জন্য দুঃখের সাগরে ভাসতে চলেছে।” অনেকেরই অভিযোগের তীর সুকল্যাণের দিকেও, আবার কেউ কেউ দেবলীনার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। সকলেরই বক্তব্য খড়কুটোর এই খুশির আবহে কোনো জটিলতা তৈরি হোক সেটা তারা চাননা। তবে, এই পরিস্থিতিতে সকলেই তাকিয়ে গুনগুনের দিকে। নেটিজেনদের বিশ্বাস গুনগুন এমন কিছু ঠিক করবেই যার জেরে ফের পুরোনো পরিবেশ ফিরে পাওয়া যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥