ময়না মুখোপাধ্যায় (Mayna Mukherjee) এবং সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee) উভয়েই টলিপাড়ার বেশ পরিচিত মুখ। দীর্ঘদিন সুখে সংসার করছেন তারা৷ রয়েছে দুই যমজ সন্তানও, তাই বলাই চলে এই মুহুর্তে এক্কেবারে ভরা পরিবার তাদের৷ একসময় বেশ চুটিয়ে কাজ করেছেন এই জুটি। সম্পর্কে তারা আবার স্বামী স্ত্রী। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন এই জুটি। ময়না মুখোপাধ্যায়ের ওড়িয়া গান ‘নোয়া নোয়া’ একসময় চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল।
সম্প্রতি জিতের জনপ্রিয় শো ইসমার্ট জোড়িতে উপস্থিত হয়েছিলেন তারা। এখানে এসেই নিজেদের ব্যক্তিগত জীবনের কিছু কথা সকলের সাথে শেয়ার করেন দম্পতি, আর তারপর থেকেই তাদের নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়। স্টার জলসায় সদ্য শুরু হওয়া এই রিয়েলিটি শো’তে বাস্তবের কাপলদের তুলে এনে তাদের মনের কথা জানা হয়। স্টার প্লাসের একটি রিয়েলিটি শো- এর অনুকরণেই সম্প্রতি এই শো শুরু হয়েছে।

যাইহোক, দিন কয়েক আগেই সম্রাট ময়নার পর্বটির একটি ক্লিপিংস তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় জানান যে, ‘জীবনটা বাইরে থেকে বোঝা দুষ্কর। বাইরে সবাইকেই বেশ সুখী লাগে, কিন্তু ভেতরে সকলেই বেশ দুঃখী। স্ত্রী ময়নাকে একসময় তিন বার সন্তান নষ্ট করতে হয়েছে। সে সময় সন্তান নষ্ট না করে কোনও উপায়ও ছিল না। কারণ সন্তান মানুষ করার মত না ছিল অর্থ আর না ছিল সম্বল। তাই উপায়হীন হয়েই এক প্রকার গর্ভের তিন তিনটি সন্তানকে নষ্ট করতে হয়েছিল’।

আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই মনে করছেন তারা TRP এর জন্য এহেন কথা বানিয়ে বলেছেন জুটি। কারোর মত একবার গর্ভপাত না হয় মানা যায়, আর্থিক অনটন জেনেও পরের দুবার বাচ্চার পরিকল্পনা কেন করেছিলেন জুটি। আবার কেউ বলছেন, এই জুটির কাছ থেকে এটা আশা করা যায় না। সন্তান নষ্ট করার মত খারাপ কাজ কি করে মানুষ করতে পারে এই নিয়ে নেটিজেনেরা প্রশ্ন তুলছেন। কিন্তু এই বিষয়ে এখনও নীরব সম্রাট মুখোপাধ্যায় এবং ময়না মুখোপাধ্যায়।














