• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দোতলা বাস লাগছে…’! গর্ভাবস্থায় অঙ্কুশকে জড়িয়ে উদ্দাম নাচ শুভশ্রীর, কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Subhashree Ganguly,Ankush Hazra,Dance Bangla Dance,Trolled,Dance,Tollywood,Actor,Tollywood actor,Tollywood news,Pregnant,Pregnancy,Entertainment,Entertainment news,Bangla khobor,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,অঙ্কুশ হাজরা,ডান্স বাংলা ডান্স,ট্রোলড,নাচ,টলিউড,অভিনেতা,অভিনেত্রী,টলিউড অভিনেতা,টলিউডের খবর,গর্ভবতী,গর্ভবস্থা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Subhashree Ganguly Ankush Hazra,Subhashree Ganguly trolled,শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলড,শুভশ্রী গঙ্গোপাধ্যায় অঙ্কুশ হাজরা

টলিপাড়ার (Tollywood) ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সংসারে শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। কয়েক মাস আগেই তারকাজুটি জানিয়েছিলেন, ইউভানের প্রোমোশন হতে চলেছে। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন ‘রাজশ্রী’। তবে গর্ভাবস্থাতেও কাজ বন্ধ রাখেননি রাজ-ঘরণী। প্রেগন্যান্ট (Pregnant) অবস্থাতেই চুটিয়ে কাজ করছেন টলি ডিভা।

দিন কয়েক আগেই ‘আবার প্রলয়’র সাকসেস পার্টিতে কোমর দোলাতে (Dance) দেখা গিয়েছিল মিসেস চক্রবর্তীকে। সেই সঙ্গেই ‘ডান্স বাংলা ডান্স’র (Dance Bangla Dance) শ্যুটিংও করছেন শুভশ্রী। এক কথায়, গর্ভাবস্থার (Pregnancy) এই সুন্দর মুহূর্তটাকে চুটিয়ে উপভোগ করছেন টলি ডিভা। অভিনেত্রীর এই পদক্ষেপকে কুর্নিশও জানিয়েছেন অনেকে। তবে সম্প্রতি শুভশ্রীর একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখে খানিক আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ।

Subhashree Ganguly, Subhashree Ganguly fees

ভাইরাল সেই ভিডিওটি ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চের। সেখানে দেখা যাচ্ছে, স্লিভলেস শর্ট ফ্রক ড্রেস পরে অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে কোমর দোলাচ্ছেন শুভশ্রী। তাঁর পায়ে ছিল হাই হিল। ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘চুরা কে দিল মেরা’ গানটি। গর্ভবতী অবস্থায় শুভশ্রীর হাই হিল পরে নাচটা কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Subhashree Ganguly and Ankush Hazra, Subhashree Ganguly and Ankush Hazra dance

যদিও ভিডিওয় স্পষ্ট দেখা গিয়েছে, শুভশ্রী খুব বুঝেশুনেই নাচছিলেন। অঙ্কুশও অভিনেত্রীকে বারবার সামলাচ্ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই ভিডিও দেখে একেবারেই ভালোলাগেনি নেটিজেনদের একটি বিরাট অংশের। কেউ অভিনেত্রীর পরনের পোশাকের সঙ্গে ‘দোতলা বাসে’র তুলনা করেছেন, কেউ আবার ‘ব্যাঙের ছাতা’ বলে কটাক্ষ করেছেন।

তবে সবাই যে শুভশ্রীকে উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করেছেন এমনটা নয়। অনেকে হবু মায়ের এনার্জি দেখেও আপ্লুত হয়ে গিয়েছেন। গর্ভাবস্থাতেও ছুটি না নিয়ে রাজ-ঘরণী যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে নিন্দুকরা যাই বলুক না কেন, শুভশ্রী যে সেসব নেতিবাচক কথাতে বিশেষ পাত্তা দেন না। সম্প্রতি যেমন শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে শাহরুখকে বলতে দেখা যাচ্ছিল, যখন অনেকদিন নিজের সম্পর্কে কোনও খারাপ কথা শোনেন না তখন নাকি তিনি বেশ চিন্তায় পড়ে যান। শুভশ্রীও জানিয়েছিলেন, তাঁর জীবনের গল্পটাও অনেকটা একইরকম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥