ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটি ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না। যত সময় যাচ্ছে, ততই ছবিটি ঘিরে বিতর্কও বাড়ছে। রামনবমীর (Ram Navami) শুভ দিনে যেমন ছবির নতুন পোস্টার (Poster) শেয়ার করেছিলেন নির্মাতারা। ব্যস, সেই পোস্টার দেখে রেগে আগুন হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিচ্ছেন ক্ষোভ।
গত বছর শেষের দিকে প্রকাশ্যে এসেছিল প্রভাস, কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’এর টিজার। ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি এই ছবির টিজার দেখেই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন দর্শকদের একাংশ। কেউ চটেছিলেন রাবণের লুক দেখে, কেউ আবার আঙুল তুলেছিলেন ছবির দুর্বল ভিএফএক্সের দিকে। এমনকি রিলিজের আগেই ছবিটি বয়কটের ডাকও উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।
দর্শকদের প্রবল রোষের মুখে পড়ে ‘আদিপুরুষ’ নির্মাতারা ছবির রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেন। জানানো হয়, একেবারে নতুন করে শুরু হবে ভিএফএক্সের কাজ। একথা শুনে দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো প্রভাস, সইফ, কৃতিদের লুক ঠিক করা হবে। কিন্তু কোথায় কী! রাম নবমীর দিন ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই ফের চটে যান তাঁরা।
বৃহস্পতি প্রভাস, কৃতিরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’এর নতুন পোস্টার শেয়ার করেছেন। সেখানে শ্রীরামের বেশে প্রভাস, মাতা সীতার লুকে কৃতি, লক্ষ্মণের বেশে সানি সিং এবং হনুমানজির চরিত্রে দেবদত্ত নাগেকে দেখা যাচ্ছে। কিন্তু এই পোস্টারের ভিএফএক্স দেখেও ভালোলাগেনি নেটিজেনদের একটি বৃহৎ অংশের।
কেউ লিখেছেন, ‘ছোটা ভীম’এর গ্রাফিক্স এর থেকে ভালো মানের হয়। কারোর আবার মত, হনুমানজির শরীর থেকে লেদার সরিয়ে রিলিজ করবেন! একজন নেটাগরিক তো সরাসরি এও বলেছেন, ‘জানি না কেন আমার মনে হচ্ছে যতই চেষ্টা করুক না কেন এই ছবি ফ্লপই হবে’।
Chota bheem graphics are far better than this
No offense to Prabhas fans
But ultra pro max disaster is on it’s way #AdiPurush
— Yashwanth (@YashwanthIam) March 30, 2023
সোশ্যাল মিডিয়ায় এত বিতর্কের মুখে পড়লেও ‘আদিপুরুষ’এর এই পোস্টার কিন্তু একটি নজিরও গড়েছে। মাত্র ৩.৫ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন লাইক পাওয়া প্রথ ভারতীয় সিনেমার পোস্টারের তকমা আদায় করে নিয়েছে এটি। এবার দেখা যাক, রিলিজের পর ‘আদিপুরুষ’ বক্স অফিসে কোনও রেকর্ড গড়তে পারে কিনা।