• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপনাকেও কুকুরের মতোই দেখতে! পথ কুকুরদের দত্তক নেওয়ার কথা বলতেই নোংরা ট্রোলের শিকার মীর

Bengali actor Mir controversy,Mir new show,mirracle episode,Bengali Actor Mir webserise,Comparing Mir to a dog,মীরকে কুকুর বলা,মীর অভিনেতা,Bengali Actor,Mir Afsar Ali,Mir,Anchor,বাঙালি অভিনেতা,মীর আফসার আলী,মীর

আদতেই কুকুরের মত। কুকুরের মতই নাকি চিরকাল হতে চেয়েছেন। কুকুরকে ভালবেসেই জীবন কেটে যাবে। তাই হতে চলেছে এক অদ্ভুত প্রদর্শনী। নেটিজেনরা নাকি অনলাইনেই দত্তক নিতে পারবেন কুকুরছানাদের। এদিন সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করতে দেখা যায় টলিউড অভিনেতা উপস্থাপক মীরকে।

শীঘ্রই কলকাতায় আয়োজন করা হবে একটি অনুষ্ঠানের, যেখান থেকে নেটিজেনরা দত্তক নিতে পারবেন কুকুরছানাদের। এদিন সে বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করতে দেখা যায় টলিউড অভিনেতা মীর আফসার আলীকে।

Bengali actor Mir controversy,Mir new show,mirracle episode,Bengali Actor Mir webserise,Comparing Mir to a dog,মীরকে কুকুর বলা,মীর অভিনেতা,Bengali Actor,Mir Afsar Ali,Mir,Anchor,বাঙালি অভিনেতা,মীর আফসার আলী,মীর

কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। কারণ এক জনৈক নেটিজেন অভিনেতাকে তুলনা করে বসেন তার কোলে থাকা কুকুরছানাটির সঙ্গে। কিন্তু, বাংলার মত পরিশীল সমাজে কিভাবে এইরুপ প্রতিক্রিয়া আসতে পারে? কেউ কিভাবে বলতে পারেন যে মীর এবং কুকুরকে তুলনা করতে পারে, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেনকে?

Bengali actor Mir controversy,Mir new show,mirracle episode,Bengali Actor Mir webserise,Comparing Mir to a dog,মীরকে কুকুর বলা,মীর অভিনেতা,Bengali Actor,Mir Afsar Ali,Mir,Anchor,বাঙালি অভিনেতা,মীর আফসার আলী,মীর

তবে এরপর অবশ্য পাল্টা দিয়েছেন মীর। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা মীর চিরকালই মুখোরা। তেমনই সোশ্যাল মিডিয়াতেও সমানে সমানে উত্তির দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত অনুগামীদের সঙ্গে কথোপকথন চালাতে দেখা যায় তাকে। তার উদ্দেশ্যে কোন প্রশ্ন কিংবা কমেন্ট করলে মাঝেমধ্যেই অনুগামীদের উত্তর দেন মীর।

তাই এদিন তাকে কুকুরের সঙ্গে তুলনা করতেই অভিনেতা জানান তিনি বরাবরই কুকুরের মত ‘কিউট’ হতে চেয়েছিলেন। পাশাপাশি ওই নেটদুনিয়ার বাসিন্দাকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে মীরকে। বলাই বাহুল্য এধরনের সমালোচনার সম্মুখীন হয়েও তিনি একেবারেই মেজাজ হারাননি। বরং ঠান্ডা মাথায় হাসির ছলেই উত্তর দিয়েছেন অভিনেতা। এই গোটা বিষয়টি মন জয় করে নিয়েছে মীরানুগামীদের। মীর বাবাজীর টনিক অবশ্য যেকোনো পরিস্থিতিই ঠান্ডা মাথায় সামলাতে হবে। তাই কুল! কুল!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥