‘উড়তা পাঞ্জাব’ (Udta Punjab) থেকে ‘হায়দার’ (Haider) বা সকলের প্রিয় ‘জব উই মেট’ (Jab We Met), প্রত্যেক সিনেমাতেই নিজের হাসিখুশি মেজাজ ও চমৎকার অভিনয় বলে সকলের মন জয় করেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। চকলেট বয় হোক বা গুন্ডা বেশধারী, সকল চরিত্রেই নিজস্ব ছাপ রেখে যান শাহিদ। সম্প্রতি অভিনেতার ছোটবেলার এক ভয়াল ঘটনা সম্পর্কে মুখ খুললেন তাঁর মা! জানালেন ছোট্ট শাহিদের সেই দুর্বিষহ স্মৃতির কথা।
প্রথম স্বামী পঙ্কজ কাপুরের (Pankaj Kapoor) সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পর্কে অকপট হলেন নীলিমা আজম (Nilima Azam)। ডিভোর্সের সময়ে শাহিদের বয়স ছিল মাত্র সাড়ে তিন। নীলিমা জানিয়েছেন, “আমাদের বিচ্ছেদের ঘটনা শাহিদের ওপর তখন তেমন প্রভাব ফেলেনি কারণ জন্মের পর থেকে অধিকাংশ সময়ই ও দিল্লিতে নিজের মামার বাড়িতে থেকেছে।”
সূত্রের খবর, বলিউডে (Bollywood) নিজের জায়গা পাকা করার জন্য শাহিদের জন্মের আগে থেকেই মুম্বইয়ে বাস করতেন পঙ্কজ। এ প্রসঙ্গে নীলিমা জানান, “শাহিদের জন্মের বেশ কয়েক মাস আগে থেকেই মুম্বইয়ে থাকা শুরু করেন পঙ্কজ। স্বাভাবিকভাবেই দিল্লিতে আমার মায়ের পরিবারের সঙ্গে থাকা শুরু করি আমি। তাই শাহিদের জন্মস্থানও দিল্লি। আমি জানতাম যে একদিন পঙ্কজ ঠিক প্রতিষ্ঠিত হবে। তাই যতটা সম্ভব সমর্থন জুগিয়ে গেছি আমি।” পাশাপাশি গর্ভধারণ অবস্থার সময় থেকে শাহিদের জন্ম হওয়া পর্যন্ত পুরো সময়ে দেখভালের দায়িত্ব যে নীলিমার পরিবার হাতে তুলে নিয়েছিল, সেটাও জানান শাহিদের মা।
খোলাখুলি সংবাদমাধ্যমের সামনে নিজের জীবন সম্পর্কে আলোচনা করেন নীলিমা। তিনি জানান, “শাহিদ যেহেতু মামার বাড়িতেই মানুষ হয়েছে, তাই খুব একটা অসুবিধে তাঁর হয়নি। চেনা জায়গা চেনা গন্ডিতে খুব একটা মানসিক সমস্যাতেও পড়েননি শাহিদ। তখন যথেষ্ট ছোটও ছিল ও। তবে আলাদা থাকা আর বাবা-মায়ের ডিভোর্স, এই দুইয়ের মধ্যে পার্থক্য তো আছেই।” এইমুহূর্তে শাহিদের হাতে রয়েছে নতুন ছবি ‘জার্সি’। এই স্পোর্টস ড্রামায় শাহিদের সঙ্গে পর্দায় থাকবেন পঙ্কজ কাপুরও। যদিও এর আগে বাবা-ছেলে জুটিকে দেখা গেছে ‘শানদার’ (Shaandaar) ছবিতে।