• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মালাবদল সেরে ফেললেন রোহন প্রীত সিং ও নেহা কক্কর! নেটপাড়ায় ভাইরাল ‘নেহু দ্য বিয়া’

Published on:

অবশেষে সাত পাক ঘুরে মালা বদল করে ফেললেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ শে অক্টোবর দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন।

বিয়ের সমস্ত রীতি অনুষ্ঠানই নিয়ম মেনেই পালন করেছেন নেহা। তার বিয়ের প্রতি মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়। গায়ে হলুদ, মেহেন্দি সব অনুষ্ঠানেই নেহার সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ডিং ‘নেহু দ্য বিয়া’। বিয়ের দিন নেহা সেজেছিলেন পিচরঙা লেহেঙ্গায়, রোহনের পরনে ছিল শেরওয়ানি,সাথে ছিল মানানসই পাগড়ি। মহামারী পরিস্থিতিতে বিয়েতে লোকসমাগম এড়িয়েই গেছেন নেহা। কেবল মাত্র বর-কনের পরিবার নিয়েই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে বিয়ের সমস্ত অনুষ্ঠান।

আদৌ নেহা বিয়ে করছেন কিনা এই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন৷ শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেহা-রোহনের নতুন মিউজিক ভিডিও, নেটপাড়ার একাংশ নেহার বিয়েকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন।অনুরাগীদের একাংশ ভেবেছিলেন যে এটা সম্ভবত প্রচারের জন্য ‘পাবলিসিটি স্টান্ট’! কিন্তু, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সত্যি সত্যিই বিয়েটা সেরে ফেললেন নেহা।

শোনা যাচ্ছে, তারকা দম্পতির রিসেপশন হবে পাঞ্জাবের জিরাকপুরে। বলি সেলেবরা সেই অনুষ্ঠানে সেভাবে আমন্ত্রিত না থাকলেও ইতিমধ্যেই তাদের রিসেপশনের তোরজোর শুরু হয়ে গেছে বলে খবর।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥