বলিউড (Bollywood) অভিনেত্রী নেহা শর্মাকে (Neha Sharma) তো অনেকেই চেনে। ‘হেরাফেরি’, ‘ক্যা সুপার কুল হায় হাম’, ‘য়ামলা পাগলা দিওয়ানা’ ছবিতে অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেছেন। অজয় দেবগনের ছবি ‘তানহাজিতে (Tanhaji)’ দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি ল্যাকডাউনের পালা শেষ হতে বলিউড সেলেব্রিটিদের মধ্যে যেন ঘুরতে যাবার হুজুগ উঠেছে। অনেকেই এবছর মালদ্বীপে উড়ে গিয়েছেন খানিক অবসর সময় কাটাতে। এবার অভিনেত্রী নেহা শর্মাও তার ছুটি কাটানোর অ্যালবাম থেকে কিছু ছবি শেয়ার করেছেন।
ছবিতে বিকিনি পরে দেখা যাচ্ছে লাস্যময়ী নেহা শর্মাকে। গত বছর অভিনেত্রী হাওয়াই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী এদিন সোশ্যাল মিডিয়াতে। ব্ল্যাক বিকিনি লুকে সানগ্লাস পরে সমুদ্রতটে দেখা গিয়েছে নেহা শর্মাকে। যদিও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের সাহসী ছবি শেয়ার করেন যার কারণে খানিক চর্চিতও হন অভিনেত্রী। কিন্তু এবার অভিনেত্রীর বিকিনি লুক দেখে উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়ায়।
This time last year…#holidayonmymind #holiday #throwback #Hawaii pic.twitter.com/z0HcLuwxca
— Neha Sharma (@Officialneha) December 11, 2020
বোম্ব ফিগারে বোল্ড বিকিনি লুকে অভিনেত্রীর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘গত বছর এই সময়ে। সাথে হ্যাশট্যাগ দিয়েছেন হলিডে ইন মাই মাইন্ড, হলিডে, থ্রোব্যাক, হাওয়াই’। ছবি শেয়ার হতেই তা আগুনের মত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই ৩৯ হাজার লাইকে পেরিয়েছে ছবি।