• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাল পোশাকে জেসি গিলের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন নেহা কক্কর! তুমুল ভাইরাল ভিডিও

নেহা কক্করকে অলরাউন্ডার বললেও ভুল হয়না। নেহার যেমন গানের গলা নাচেও ঠিক ততটাই তুখোড় তিনি। একই সাথে নাচ এবং গানের ধামাকাদার কম্বো তিনি। নেহার গানের থেকেও তার নাচের ভিডিও বেশি গুঞ্জন তোলে নেট পাড়ায়। সম্প্রতি সঙ্গীতশিল্পী জেসি গিল এবং নেহার একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয় নেট পাড়ায়।

https://www.instagram.com/p/CF9P5g7hRvL/?igshid=12bp42gx7y4pr

লাল পোশাকে গর্জিয়াস দেখাচ্ছে নেহাকে। ভিডিওতে তার সুপারহিট গান ‘নিকলে কারেন্ট’ গানে জেসির সাথে কোমর দোলাতে দেখা যায় নেহাকে। ইতিমধ্যেই এই ভিডিও হুহু করে মন জিতে নিয়েছেন দর্শকদের। নেহা জেসির এই ভিডিও প্রায় ৫০০০ লোক দেখে ফেলেছেন, উঠে এসেছে রকমারি মন্তব্যও।

এদিকে হাওয়ায় খবর ঘুরছে চলতি মাসের ২৪ তারিখেই নাকি রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নেহা। যদিও বিয়ের খবরে এখনও পর্যন্ত নেহা কিংবা রোহনপ্রীত কেউই সিলমোহর দেননি। দিলবার, কালা চশমা, গারমী, আঁখ মারে, কোকা কোলার মত একাধিক জমাটি গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন বলি-গায়িকা নেহা কক্কর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥