• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর কাটেনি ১ সপ্তাহ, তাতেই আক্রমনের মুখে নেহা কক্কর

Published on:

নেহা কক্কর (Neha Kakkar), বলিউডের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম। সম্প্রতি পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংয়ের (Rohanpreet Singh)সাথে বিয়ে করেছেন এই জনপ্রিয় গায়িকা। পাঞ্জাবী মতে দিল্লির এক গুরুদ্বারাতেই সেরেছেন বিয়ের সমস্ত নিয়মকানুন। বিয়ের পর দিল্লিতে ও পাঞ্জাবে আয়োজন করেছিলেন রিসেপশন। দুই রিসেপশন পর্ব মিটিয়ে মুম্বাই ফিরে এসেছেন গায়িকা।

কিন্তু, মুম্বাইতে ফিরেই কটাক্ষের মুখে পড়তে হল নেহা কক্করকে। কারণ অনুষ্কা শর্মা (Anushka Sharma), দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এই জনপ্রিয় বলিউড নায়িকাদের বিয়ের পোশাক একেবারে হুবহু নকল করেছেন তিনি। যার জেরে নেহা কক্করকে নেটিজেনরা দিল বলিউডের কপি কুইনের তকমা।

নেহা কক্কর গায়িকা হিসাবে বেশ জনপ্রিয়। তবে গায়িকা বলিউডের বিখ্যাত গানগুলিকে রিমেক করেন অর্থাৎ একই গান পুনরায় নিজের মত করেন। অনেকেই এর জন্য নেহা কাক্কারকে কপি ক্যাট বলেন। কিন্তু এবার গায়িকার বিয়ের পোশাকগুলিও বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের বিয়ের পোশাকের মত হওয়ায়, তাকে বলিউডের কপি কুইন বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

নেহা কক্কর একটি লাল রঙের লেহেঙ্গা পরে ছবি রয়েছে বিয়েতে। এই লেহেঙ্গাটি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পোশাকের মত দেখতে। অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়ার পোশাকের নকল করেছেন গায়িকা নিজের বিয়েতে। এরপর পাঞ্জাবি রিসেপশন পার্টিতে গায়িকাকে দেখা গেছে অনুষ্কা শর্মাকে নকল করতে। অনুষ্কা শর্মা বিয়েতে একটি গোয়ালপি পোশাকে সেজেছিলেন।এদিন নেহা কক্করকেও সেরকমই পোশাক পড়তে দেখা গেছে।

সব মিলিয়ে বলিউড অভিনেত্রীদের পোশাক নকল করে নিজের বিয়েতে পড়েছেন গায়িকা। এই কারণে নেটিজেনদের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে নেহা কক্করকে। যদিও এর আগে বলিউডের গান রিমেক নিয়ে তাকে ট্রোল করা হলেও সেগুলিকে তেমনভাবে পাত্তা দেননি নেহা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥