• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে চলেছেন নেহা কক্কর! গুজব নাকি সত্যি? রোহনপ্রীতের সাথে তোলা ছবিতেই উস্কে দিল জল্পনা

Published on:

Neha Kakkar Pregnent Rumour Viral Photos

বলিউডের প্লে ব্যাক গায়িকা নেহা কক্কর (Neha  Kakkar)। বেশ কিছু ছবিতে নেহা কক্করের গান মন কেড়েছে শ্রোতাদের। তবে, বলিউডের গাঙ্গুলিকে রিমেক করে সেগুলির মিউজিক ভিডিও করে আরো বেশি জনপ্রিয়তার অধিকারী নেহা কক্কর। জনপ্রিয়তার নিরিখে নতুন মাইলফলক স্থাপন করেছেন গায়িকা। সম্প্রতি তার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ছুঁয়েছে ৬০ মিলিয়নেরও বেশি! এই সংখ্যাটা বড়সড় বলিউড সেলেব্রিটিদের লজ্জায় ফেলে দিতে পারে।

Neha Kakkar

একসময় ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মধ্যে দিয়ে নিজের পরিচিতি গড়েছিলেন নেহা কক্কর। সেই থেকে আজ পর্যন্ত একাধিক গানের মধ্যে দিয়ে নিজের সাফল্যকে ধরে রেখেছেন গায়িকা। বর্তমানে ইন্ডিয়ান আইডলে বিচারকের আসনে রয়েছেন নেহা। একজন প্রতিযোগী থেকে যাত্রা শুরু করে বিচারকের আসনে আসার সফরটা কঠিন হলেও ভালোভাবেই পার করেছেন গায়িকা। জানা যায় ইন্ডিয়ান আইডলের আগে রাতে জাগ্রতায় গান করে অর্থ উপার্জন করতেন নেহা ও তার দিদি।

Neha Kakkar Rohanpreet Singh

তবে ইন্ডিয়ান আইডল তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে ব্যাপকভাবে। ইতিমধ্যেই বিয়েও করে ফেলেছেন নেহা। পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিং (Rohanpreet Singh) এর সাথে গতবছরই সেরেছেন বিয়ে। নিজের বিয়ের ভিডিও দিয়েও তৈরী করেছেন গানের অ্যালবাম যেটা ব্যাপক ভাইরাল ও জনপ্রিয় উভয়ই হয়েছে। এরপর বিয়ের দুমাস যেতেই হটাৎই নিজের একটি ছবি শেয়ার করেছিলেন নেহা। ছবিতে একেবারে স্পষ্ট ছিল তার বেবিবাম্প (Babybump)। বিয়ের মাত্র দুমাসের মধ্যেই কিভাবে এতটা বেবিবাম্প! মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে সেই ছবি।

Neha Kakkar Rohanpreet singh নেহা কক্কর বেবি বাম্প রোহানপ্রীত সিং

যদিও পরবর্তীকালে জানা যায় যে মা হচ্ছেন না নেহা কক্কর। পুরো ব্যাপারটাই তার আগামী গানের প্রোমোশনের জন্য তৈরী। কারণ পরের দিনেই  ‘খেয়াল রাখেয়া কর’ গানের পোস্টারটি প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে, সম্প্রতি আবারো বললিপাড়ায় গুজব শোনা যাচ্ছে নেহা কক্করের গর্ভবতী (Pregnent) হবার। এবার কি সত্যিই মা হচ্ছেন গায়িকা! নাকি এবারেও কোনো নতুন গানের প্রমোশন? আসলে সম্প্রতি নেহা ও রোহানপ্রীতের কিছু ছবিই উস্কে দিয়েছে জল্পনা।

Neha Kakkar Pregnent Rumour Viral Photos

ঈদ উপলক্ষে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নেহা কক্কর। ছবিতে ঢিলেঢালা পোশাকে রোহানকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে নেহাকে। তবে প্রতিটি ছবিতেই বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছেন নেহা এমনটাই ধারণা নেটিজেনদের একটা বড় অংশের। আর এই কারণেই আবারো নেহা কক্করের মা হবার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে, এপর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি গায়িকার তরফ থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥