• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন ছিঁচকাঁদুনে! রিয়্যালিটি শোয়ে একটুতেই চোখে জল, অবশেষে ট্রোলড হয়ে মুখ খুললেন নেহা কক্কর

Published on:

Neha Kakkar opens up about why she starts crying in reality shows

বলিউডের অন্যতম নামী গায়িকাদের (Bollywood Singer) মধ্যে একজন হলেন নেহা কক্কর (Neha Kakkar)। বহু সুপারহিট গান গেয়েছেন তিনি। দেশ বিদেশে প্রচুর অনুরাগী রয়েছে গায়িকার। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা দেখার মতো। তবে সেই নেহাকেই কিন্তু মাঝেমধ্যেই চরম ট্রোল (Trolled) হতে হয়। সৌজন্যে তাঁর অল্পেতেই কেঁদে (Crying) ফেলা।

গত ১৫ বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করার পর এখন নেহাকে বহু রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায়। ১৬ বছর বয়সে একবার এক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেই বদলে গিয়েছিল নেহার জীবন। সাফল্যের শীর্ষে পৌঁছনোর পর এখন সেখানেই বিচারক হিসেবে দেখা যায় তাঁকে।

Neha Kakkar

হিন্দি রিয়্যালিটি শোয়ের দুনিয়ার জনপ্রিয়তম বিচারকদের মধ্যে একজন হলেন নেহা। বহু সুপারহিট শোয়ে দেখা যায় তাঁকে। সেই সঙ্গেই দেখা যায়, শো’য়ের প্রতিযোগীদের সংঘর্ষের কথা শুনেই কেঁদে ফেলছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এই জন্য ট্রোলডও হতে হয় তাঁকে।

সম্প্রতি নেহা কাঁদার জন্য ট্রোলড হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন। নেটিজেনদের তরফ থেকে ‘ক্রাই বেবি’ উপাধি পাওয়া গায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘আমি এমন মানুষদের দোষ দিতে পারি না, কারণ অনেকে আছেন যারা ইমোশনাল নন। আর এমন মানুষদের আমায় নকল লাগবেই। কিন্তু যারা আমার মতো ইমোশনাল তাঁরা আমার কষ্ট ঠিক বুঝবেন এবং আমার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। বর্তমান সময়ে এমন মানুষ খুব কম আছেন যারা অপরের কষ্ট বুঝে তাঁদের সাহায্য করতে চান। আর আমার মধ্যে এই গুণ আছে বলে আমার একটুও খারাপ লাগে না’।

Neha Kakkar crying

নেহার সংযোজন, ‘যখন আমরা যে কোনও রিয়্যালিটি শো’য়ে এটা দেখাই একজন প্রতিযোগী অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে, তা দেখে অনেকে নিজের সঙ্গে মিল খুঁজে পান। কারণ প্রত্যেকে নিজের জীবনে কিছু না কিছুর জন্য সংঘর্ষ করেছেন। আমরা এমন জিনিসই শো’য়ে দেখাই, যা আমাদের পরিবারে প্রায়ই হয়’। গায়িকা এও জানান, গান এবং নাচের মাঝে প্রতিযোগীদের সংঘর্ষের কাহিনী দেখিয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখা হয়।

‘সানি সানি’, ‘কালা চশমা, ‘ও সাকি সাকি’ খ্যাত গায়িকা নেহা নিজের জীবনেও প্রচুর সংগ্রাম করে এই জায়গায় এসে পৌঁছেছেন। একসময় মাতা রাণীর ‘জাগরাতা’য় গাইতেন নেহা। সেখান থেকে রুয়্যালিটি শো’য়ে অংশগ্রহণ করার পরেই বদলে যায় তাঁর ভাগ্য। সেই কারণেই হয়তো রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের সংগ্রামের কথা শুনলে চোখের জল ধরে রাখতে পারেন না গায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥