• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই নিজের জীবনে বিরাট পরিবর্তন করে ফেললেন নেহা কক্কর!

Published on:

অবশেষে সাত পাক ঘুরে মালা বদল করে ফেললেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ শে অক্টোবর দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন। আর ‘নেহু দ্য বিয়া’ এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের সমস্ত রীতি নিয়ম মেনেই পালন করেছেন গায়িকা। তার বিয়ের প্রতি মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়। গায়ে হলুদ, মেহেন্দি সব অনুষ্ঠানেই নেহার সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

নেহার বিয়ে ‘নেহু দ্য বিয়া’র সমস্ত ছবি গত কদিন যাবত রীতিমতো দাপিয়ে বেরিয়েছে নেট পাড়ায়। বিয়েতে একটুও কমতি রাখেননি গায়িকা। করোনা আবহে লোকজন না ডাকলেও জমিয়ে বিয়ে করেছেন তিনি। রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেই নিজের নাম বদলে ফেলেন নেহা।

নেহার থেকে ৭ বছরের ছোট রোহন। দিল্লির এক পাঁচতারা হোটেলে বিয়ের পর চন্ডীগড়ে রিসেপশন সেরে মুম্বই ফেরেন নেহা রোহন। নিজের নাম বদলে এখন তিনি রাখেন নেহা কক্কর সিং। ইতিমধ্যেই ইন্সটাগ্রামেও নিজের নামের পাশেও মিসেস সিং জুড়ে ফেলেছেন নেহা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥