এইতো সেদিন বিয়ে হল। এর মধ্যেই সুখবর। মা হতে চলেছেন বিখ্যাত বলিউড গায়িয়া নেহা কক্কর! গত অক্টোবরেই পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিং-য়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নেহা। কদিন আগে পর্যন্তও তাদের বিয়ের ছবি দাপিয়ে বেড়িয়েছে নেটদুনিয়ায়। আর এরমধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নেহা কক্কর।
শুক্রবার, নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে রোহনের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন নেহা। যেখানে স্পষ্ট নেহার বেবিবাম্প। অন্তঃসত্ত্বা নেহাকে আদরে জড়িয়ে রেখেছেন নেহা। ছবির ক্যাপশনে নেহা লিখেছেন, ‘খ্যায়াল রাখ্যা কর’ (খেয়াল রাখো)। ছবির কমেন্ট বক্সে নেহার স্বামী রোহনপ্রীত লেখেন ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’।
View this post on Instagram
নেহার বেবিবাম্পে হাত দিয়ে রয়েছেন রোহন। আর তাদের এই মিষ্টি ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তারকা দম্পতির অনুরাগীরা। নেহার পরনে সাদা শার্ট ও ডেনিম ডুংরী অন্যদিকে রোহন পরেছেন হাইনেক, টিশার্ট এবং পাগরী।
গত ২৪ শে অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর৷ দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন। আর ‘নেহু দ্য বিয়া’ এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
বিয়ের সমস্ত রীতি নিয়ম মেনেই পালন করেছেন গায়িকা। তার বিয়ের প্রতি মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়। গায়ে হলুদ, মেহেন্দি সব অনুষ্ঠানেই নেহার সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।














