• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেহার থেকে ৭ বছরের ছোট স্বামী রোহান প্রীত! কিভাবে শুরু হয়েছিল তাদের প্রেমকাহিনী

Updated on:

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর(Neha Kakkar), নিজের বিয়ের কারণে বেশ কদিন ধরে রয়েছেন শিরোনামে। পাঞ্জাবি গায়ক রোহানপ্রীতকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন এই গায়িকা। সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া নেহা কক্কর এখন সর্বত্রই ট্রেন্ডিং। বলিউডের যেকোনো বিষয়েই গসিপ আজকাল খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। যার ফলে অনেকে সব গসিপ বিশ্বাস করতে চাননা। এই যেমন নেহা কাক্করকে নিয়ে প্রথমে গুজব  উঠেছিল আদিত্য নারায়ণের সাথে, যা পরে মিথ্যে প্রমাণিত হয়।

এরপর অক্টোবর মাসের শুরুর দিকে নেহা কক্কর নিজের সোশ্যাল মিডিয়াতে রোহানপ্রীতের সাথে বিয়ের কথা বলেন। পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত নেহা কক্করের থেকে ৭ বছরের বড়। অনেকেই ভেবেছিল এটিও হয়তো কোনো গুজব! তবে তা নয়, আজ নেহা কক্কর ও রোহানপ্রীত সিং বিবাহিত। কিন্তু নেহা কক্করকে অনেকে চিনলেও রোহানপ্রীতকে সবাই চিনতেন না। আসুন রোহানপ্রীতের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

পাতিয়ালার এক শিখ পরিবারের ছেলে রোহানপ্রীত। বাবা ক্রীড়াবিদ গুরেন্দ্র পাল সিং। রোহানপ্রীত বর্তমানে একজন বেশ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। ২০০৭ সালে ১৩ বছর বয়সে রোহানপ্রীত গানের জগতে প্রথম পা রাখেন ‘সারেগামাপা লিটল চ্যাম্প’ (Saregamapa Little Champs)  রিয়ালিটি শো এর মধ্যে দিয়ে। এরপর কালারস টিভিতে ‘রাইজিং ষ্টার ২’ (Rising Star Season 2) তে দেখে গিয়েছিল রোহানপ্রীতকে। সেখানে গায়ক দিলজিৎ এর প্রিয় প্রতিযোগী ছিলেন তিনি।

সম্প্রতি শেহনাজ গিলের মুঝসে শাদী কারোগী শোতে তাকে দেখা গিয়েছিল। বিখ্যাত এই পাঞ্জাবি গায়ক তার তকলিফ, পেহলি মুলাকাত ইত্যাদি গানের জন্য Punjabi Music Best Debut Vocalist Award পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রোহানপ্রীত।তার অনুগামীদের সংখ্যা ৯লক্ষ্য ৯৮ হাজার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥