• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের হাফ বছর পেরোতেই ঝামেলা! নেহা কক্করের চুলের মুঠি ধরে মারতে গেল রোহনপ্রীত

বলিউডের বিখ্যাত গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। গতবছর পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন গায়িকা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে ব্যাপক চর্চায় ছিলেন নেহা কক্কর। বলতে গেলে বিয়ের কয়েক মাস বিটাউনে নেহা কক্কর ছিল ট্রেন্ডিং। নেহা কক্কর সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবেই জনপ্রিয়। বেশ কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে নেহার। ভক্তদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেহা।

ব্যাপল ফলোয়ারদের কারণে ছবি হোক বা ভিডিও শেয়ার হবার পরেই তা ভাইরাল হতে দেরি লাগে না। কিন্তু সম্প্রতি নেহার শেয়ার করা একটি ভিডিও উদ্বেগের সৃষ্টি করেছে ভক্তদের মনে। ভিডিওটি দেখা যাচ্ছে স্বামী রোহানপ্রীতের সাথে তুমুল ঝগড়া এমনকি হাতাহাতি শুরু হয়েছে নেহার। রোহানপ্রীত নেহার চুলের মুঠি ধরে টেনে মারছে নেহাকে। অন্যদিকে নিজেকে বাঁচাতে নেহাও রোহানপ্রীতের গায়ে হাত তুলেছে।

   

Neha Kakkar Fights with Rohanpreet Singh

বিয়ের ছয় মাস যেতে না যেতেই স্বামী স্ত্রীর এমন মারপিটের ভিডিও দেখে ভক্তদের মনে জল্পনার সৃষ্টি হয়েছে। কি এমন হল যে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি শুরু হয়ে গেল! আসলে ব্যাপারটা কিন্তু তেমন কিছু নয়। গোটা ভিডিওটি আসলে একটা রিল ভিডিও। ভিডিও শেয়ার করে ক্যাপশনে নেহা লিখেছেন, ‘খদ তেনু ম্যায় দসসা’।

আসলে এই ক্যাপশনটি হল রোহানপ্রীতের নতুন গানের অ্যালবামের ট্যাগলাইন। সুতরাং বোঝাই যায় যে গানের প্রচারের জন্যই হয়তো এই ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। এই প্রথম নয়, এর আগেও এমনই ট্রিক ব্যবহার করেছিলেন নেহা কক্কর। বিয়ের সময় ‘নেহু দা বেহা’ ও বিয়ের দু মাস যেতেই বেবি বাম্প নিয়ে হাজির হয়ে ‘খেয়াল রাখেয়া কর’ গানের প্রমোশন করেছিলেন।