বিখ্যাত বলিউড (Bollywood) গায়িকা নেহা কক্কর (Neha Kakkar) কে অলরাউন্ডার বললেও ভুল হয়না। নেহার যেমন গানের গলা নাচেও ঠিক ততটাই তুখোড় তিনি। একই সাথে নাচ এবং গানের ধামাকাদার কম্বো নেহা। নেহার গানের থেকেও তার নাচের ভিডিও বেশি গুঞ্জন তোলে নেটপাড়ায়।
ফ্যাশানিস্তা গায়িকা নেহা কক্কর কোনোও বলি অভিনেত্রীদের থেকেই কম যান না জনপ্রিয়তার দৌড়ে। নিজের বিয়েতে পেজ থ্রির পাতা কাঁপিয়েছিলেন গায়িকা। এখন রোহন প্রীত সিং-য়ের সঙ্গে জমিয়ে সংসার করছেন।
তিনি মঞ্চে উঠলে পুরো ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ -য়ের মতো আনন্দ হয় দর্শকদের। কারণ গান গাইতে উঠেও কোমর দোলান নেহা। কিন্তু এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে নাচতে গিয়েই কেলেঙ্কারি কান্ড ঘটালেন গায়িকা।
.@VishalDadlani and @iAmNehaKakkar set the stage on fire! Watch #IndianIdol #DeshKiAwaaz, this weekend at 8 PM #IndianIdol11 @The_AnuMalik pic.twitter.com/3gWt6hLbiX
— sonytv (@SonyTV) November 8, 2019
আদিত্য নারায়ণের সঙ্গে নাচতে গিয়ে হঠাৎই হুড়মুড়িয়ে পড়ে যান নেহা আর সেই ভিডিও চূড়ান্ত ভাইরাল হয় নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, নেহা আদিত্যকে নাচ করার জন্য ডাকছেন। তারপর নেহার গাওয়া দিলবর গানেই নাচতে শুরু করলেন তারা। আর এই নাচতে নাচতেই আদিত্যর হাত ফস্কে পড়ে যান নেহা। এই দৃশ্য দেখে হেসে খুন মঞ্চে উপস্থিত বিচারকেরাও। এই ঘটনা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও।