বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। বলিউডের গানের জেরে নেহার জনপ্রিয়তা প্রচুর। ইন্ডিয়ান আইডল থেকে পথ চলা শুরু করেছিলেন নেহা আজ তিনি বলিউডের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম। কিছুদিন আগেই পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা। তার বিয়ের একাধিক ছবি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। নেহা নিজের বিয়ে নিয়েও একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন যার নাম রেখেছেন ‘নেহু দা বেহা’।
বিয়ের পরেও নেহা-রোহানপ্রীতের হানিমুন থেকে শুরু করে রোমান্টিক সমস্ত ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। এরপর বিয়ের মাস দুয়েকের মধ্যেই বেবি বাম্প সহ ছবি শেয়ার করেন নেহা কক্কর, যা ভাইরাল হবার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়। যদিও আসলে গোটা ব্যাপারটাই ছিল একটা প্রমোশনাল প্ল্যান। নেহা ও রোহানপ্রীতের নতুন গানের ভিডিও ‘খেয়াল রাখেয়া কর’ গানের ছবি শেয়ার করেছিলেন দুজনে।
এর ফলাফলও পেয়েছিলেন হাতে নাতে, গানটি রিলিজ হবার পরেই ব্যাপক সাড়া পেয়েছিলো। সোশ্যাল মিডিয়াতে গানটি ভালোই জনপ্রিয়তা পেয়েছিলো। এরপর নেহা কক্কর ও রোহানপ্রীতকে রিয়ালিটি শো এর মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। সেখানে প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেহা। সাধ্যমত অর্থ সাহায্যও করেছেন।
আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় নেহা কক্কর। তবে বেশিরভাগই বর রোহানপ্রীতকে নিয়েই মেতে থাকতে দেখা যায় নেহাকে। কিন্তু সম্প্রতি নেহা কক্কর একটি ভিডিও শেয়ার করেছেন যাতে পরিবারের সাথে সময় কাটাতে দেখা যাচ্ছে নেহা কক্করকে। ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বসে মা এর মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছেন নেহা। সাথে মাও আদোরে ভরিয়ে দিয়েছেন নেহা কক্করকে।
মা মেয়ের এই আদরঘন ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। আর ভিডিওটি শেয়ার হবার পর থেকেই তুমুল ভাইরাল হয়েছে এই মিষ্টি ভিডিওটি। ইতিমধ্যেই ৩৫ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। দেখুন সেই ভাইরাল ভিডিওঃ
View this post on Instagram