গত কয়েকদিন ধরেই পেজ থ্রি-র শিরোনামে লাগাতার উঠে এসেছে নেহা কক্করের নাম। গায়িকা নেহা কক্কর এখন বলিপাড়ার নয়া সেনসেশন। সম্প্রতি ৭ বছরের ছোট প্রেমিক রোহন প্রীত সিং-য়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নেহা কক্কর। আর এই নিয়েই গত কয়েকদিন গমগম করেছে পেজ থ্রির পাতা৷
নেহার মেহেন্দি থেকে হলদি, বিয়ে রিসেপশন থেকে হানিমুনের সব ছবিই তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ট্রেন্ডিং-এ ফিরে ফিরে আসছিল ‘নেহু দ্য বিয়া’। কিন্তু বিয়ের কয়েকদিন যেতে না যেতেই পর পুরুষের সঙ্গে পাতলা ফিনফিনে পোশাক পরে উদ্দাম নাচলেন নেহা কক্কর। আর এই ভিডিও নিয়ে নেটমহলেও উঠেছে ‘ছিঃ ছিঃ’ রব৷
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফিনফিনে স্লিভলেস নাইটি পরে হানি সিং-য়ের সঙ্গে নাচছেন নেহা। পাশে আরও এক পাঞ্জাবী যুবক। এমনকি তার পোশাকের ফাঁক দিয়েও স্পষ্ট উঁকি দিচ্ছে অন্তর্বাস।নেটজনতার একাংশ এখন নেহাকে কাঠগড়ায় তুলে বারবার একটাই প্রশ্ন করছে যার দুদিন আগে বিয়ে হল সে এমন পর পুরুষের সঙ্গে নাচে কীভাবে? যদিও এত গুঞ্জন উঠলেও নেহা এসবে বিশেষ কান দেননি। প্রসঙ্গত, এই ভিডিও প্রায় দুমাসের পুরনো। আর পুরোনো কাসুন্দি ঘাটতে অনেকেই পছন্দ করেন তাই এই সময় এই ভিডিও ছড়িয়ে দিয়ে নেহার বিয়ের পর কুৎসা ছড়াতে আদা জল খেয়ে লেগে পড়েছেন নেটিজেনদের একাংশ।