• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরে স্বামীর সাথে পাঞ্জাবি গানে উদ্যম নাচ নেহা কক্করের! সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল ভিডিও

Published on:

বলিউডের গায়িকা নেহা কক্কর (Neha Kakkar) এখন শিরোনামে রয়েছেন প্রতিদিন। বলিউডের রিমেক কুইন নাম পরিচিত এই গায়িকা সদ্য বিয়ে  করেছেন পাঞ্জাবি গায়ক রোহানপ্রীতকে (Rohanpreet Sing)। অনুগামীদের বিয়ের আগেই জানিয়েছিলেন খুশির খবর.এমাসের শুরুতেই বিয়েও সেরে ফেলেছেন। তবে বিয়ের পরে বিয়ের পোশাকের কারণে নেহাকে বেশ ট্রোল হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকের মতে বলিউডের রিমেক কুইনম তার বিয়ের পোশাকও কপি করেছেন বলিউডের টপ অভিনেত্রীদের মত করে।

এছাড়াও নেহা কক্কর নিজেই একটি মিউজিক ভিডিও এলবাম লঞ্চ করেছেন। নাম দিয়েছেন ‘নেহা দা বেহা’ সেকারণেও গায়িকাকে কমবেশি ট্রোলের শিকার হতে হয়েছে। নেহা নিজের বিয়ের প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করেছে নিজের সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি ও ভিডিওতে কিছু ট্রোল হলেও সেগুলি ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে। এবার নেহা তার স্বামী রোহানপ্রীতের সাথে আবারো একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে পাঞ্জাবী গানে নাচতে দেখা গিয়েছে নেহা কক্কর ও রোহানপ্রীত সিং কে।

পাঞ্জাবি গান ‘মেহেন্দি দা রং’ এ এক মাথা সিঁদুর নিয়ে লাজুক ভাবে নেহা কক্কর শুরু করেছেন নাচ। শেষে সাদা রঙের শেরোয়ানীতে আগমন ঘটেছে রোহানপ্রীতের। ভিডিওতে দেখা যাচ্ছে রোহানপ্রীত একবার নেহার কপালে চুমুও খেয়েছেন। হাসি মুখে স্বামীর সাথে পাঞ্জাবি গানের তালে নাচের এই ভিডিও টি নেহা নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। শেয়ার করার পর ভিডিওটি ভাইরাল হয়েপড়েছে নেটদুনিয়াতে। ইতিমধ্যেই ভিডিওটিতে দর্শকের সংখ্যা পেরিয়েছে ১৯ লক্ষ্য ৬১ হাজার। সাথে রয়েছে অজস্র কমেন্টস।

দেখুন নেহা কাক্করের স্বামী রোহানপ্রীতের সাথে সেই নাচের ভিডিওঃ

 

View this post on Instagram

 

#MehendiDaRang ?♥️ @rohanpreetsingh @itsjassilohka @rana_sotal Love This Song! #NehuPreet

A post shared by Neha Kakkar (Mrs. Singh) (@nehakakkar) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥