সবে মাত্র দু মাস হয়েছে বিয়ে করেছেন নেহা কক্কর (Neha Kakkar) ও রোহানপ্রীত সিং (Rohanpreet Singh)। বিয়ে থেকে শুরু করে বিয়ের পরেও দুজনের নানান ছবি ভিডিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। এসবের মাঝে হটাৎই সামনে আসে নেহা কক্করের বেবি বাম্পের ছবি। স্বামী রোহানপ্রীতকে নিয়ে দাঁড়িয়ে আছেন নেহা কক্কর। দুজনের হাত রয়েছে নেহা কক্করের গর্ভে। ঠিক যেমন গর্ভবতী মহিলাদের বেবি বাম্প হলে হয় তেমন ভাবেই দেখা যাচ্ছে নেহা কক্করকে।
বিয়ে থেকে শুরু করে হানিমুনেও কোনো বেবি বাম্প ছিল না নেহা কক্করের। আর তাছাড়া বিয়ের দু মাসের মধ্যে তো বেবি বাম্প হওয়ায়ও সম্ভব নয়। ঘটনার আসল সত্যি জানার জন্য মুম্বই এয়ারপোর্টে এক পাপারাৎজির ক্যামেরা ধাওয়া করে নেহা কক্করকে। আশ্চর্য! পিঙ্ক কালারের ট্রাকসুইট দেখা গেল নেহা কক্করকে। কিন্তু কৈ নেই তো কোনো বেবি বাম্প। তাহলে ব্যাপারটা কি?
শুক্রবার সারাদিনই প্রায় বিটাউন থেকে শুরু করে নেটিজেন সকলেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। এ কি করে সম্ভব! বিয়ের মাত্র দু মাসের মধ্যেই কি করে বেবি বাম্প সহ ছবি দিলেন নেহা কক্কর। রীতিমত হইচই পরে যায় নেহা কক্করের ছবি প্রকাশ্যে আসার পর। এবার সমস্ত জল্পনা আর আলোচনার অবসান ঘটালেন নেহা নিজেই।
বাস্তবে মা হননি নেহা কক্কর। আসলে সামনেই একটি গান রিলিজ করতে চলেছেন নেহা। সেই নতুন গান ‘খেয়াল রাখেয়া কর ‘ গানের প্রোমোশনের জন্যই এই ছবি পোস্ট করেছিলেন নেহা। গানের মধ্যে দিয়ে যে গল্পটা দর্শকদের দেখানো হবে তাতে বেবি বাম্প থাকবে নেহা কক্করের। আর সেই গানেরই পোস্টারের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। কিছুক্ষন আগে গানের পোস্টের সহ ছবিটি পুনরায় শেয়ার করেছেন নেহা। এরপর নেহার স্বামী রোহানপ্রীতও একই ছবি শেয়ার করেন। এরপরই গোটা ব্যাপারটা বুঝতে পারেন সকলে।
View this post on Instagram