• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গান নয় এবার বরের সাথে ‘নাচ মেরি লেয়লা’তে নেচে নেটপাড়ায় ঝড় তুললেন গায়িকা নেহা কক্কর!

Neha Kakkar Rohan preet singh

বিখ্যাত বলিউড (Bollywood) গায়িকা নেহা কক্কর (Neha Kakkar) কে অলরাউন্ডার বললেও ভুল হয়না। নেহার যেমন গানের গলা নাচেও ঠিক ততটাই তুখোড় তিনি। একই সাথে নাচ এবং গানের ধামাকাদার কম্বো নেহা। নেহার গানের থেকেও তার নাচের ভিডিও বেশি গুঞ্জন তোলে নেটপাড়ায়।

সম্প্রতি ভাই টোনি কক্কর (Tony Kakkar)-এর ‘নাচ মেরি লেয়লা’ (Naach Meri Laila) গানটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর, এবার এই গানে কোমর দোলালেন এইমুহূর্তের পাওয়ার কাপল নেহা কক্কর এবং তার স্বামী রোহন প্রীত সিং (Rohanpreet Singh)

Neha Kakkar

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই নাচের ভিডিও পোস্ট করতেই নিমেষে তা ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়ে যায়। কালো ক্রপ টপ, আর ডেনিমে নেহাকে দেখাচ্ছে বেশ ফুরফুরে। প্রথমে তিনিই লিপসিঙ্ক করে নাচতে শুরু করেন তার খানিক পরেই তাকে সঙ্গ দিতে হাজির হন রোহন।

 

ক্যাপশনে নেহা এই গানের প্রশংশা করতেও ভোলেননি। ইতিমধ্যেই প্রায় ৪০৯ হাজার মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। উঠে এসেছে রকমারি মন্তব্যও।

প্রসঙ্গত, গত ২৪ শে অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর৷ দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন। এই জুটির গান ‘খেয়াল রাখ্যা কর’ ইতিমধ্যেই তুমুল ভাইরাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥