বলিউডের বিখ্যাত গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। গতবছর পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন গায়িকা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে ব্যাপক চর্চায় ছিলেন নেহা কক্কর। বলতে গেলে বিয়ের কয়েক মাস বিটাউনে নেহা কক্কর ছিল ট্রেন্ডিং। নেহা কক্কর সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবেই জনপ্রিয়। বেশ কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে নেহার। ভক্তদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেহা।
ব্যাপক ফলোয়ারদের কারণে ছবি হোক বা ভিডিও শেয়ার হবার পরেই তা ভাইরাল হতে দেরি লাগে না। কিন্তু সম্প্রতি নেহার শেয়ার করা একটি ভিডিও উদ্বেগের সৃষ্টি করেছে ভক্তদের মনে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর সঙ্গে মারপিট শুরু করলেন নেহা। আর সেই ভিডিও নিয়েই এখন নেট দুনিয়ায় প্রবল হইচই পড়ে গিয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে মাঝ রাস্তাতেই স্বামী রোহন প্রীতের গালে এক্কেবারে সপাটে চড় কষিয়ে দিলেন নেহা। শুধু তাই নয় আরেকটি ভিডিওতে নিজের জুতো খুলেও স্বামীর দিকে ছুঁড়তে দেখা গিয়েছে গায়িকাকে। স্বভাবতই দুই সঙ্গীত শিল্পীর অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে তবে কি ফাটল ধরল নেহা রোহনের সম্পর্কে?
View this post on Instagram
আসলে ব্যাপারটা কিন্তু তেমন কিছু নয়। গোটা ভিডিওটি আসলে একটা রিল ভিডিও। ভিডিও শেয়ার করে ক্যাপশনে নেহা লিখেছেন, ‘খদ তেনু ম্যায় দসসা’। আসলে এই ক্যাপশনটি হল রোহানপ্রীতের নতুন গানের অ্যালবামের ট্যাগলাইন। সুতরাং বোঝাই যায় যে গানের প্রচারের জন্যই হয়তো এই ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। এই প্রথম নয়, এর আগেও এমনই ট্রিক ব্যবহার করেছিলেন নেহা কক্কর। বিয়ের সময় ‘নেহু দা বেহা’ ও বিয়ের দু মাস যেতেই বেবি বাম্প নিয়ে হাজির হয়ে ‘খেয়াল রাখেয়া কর’ গানের প্রমোশন করেছিলেন।
View this post on Instagram