• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হানিমুনে দুবাই উড়ে গিয়েছেন নেহা-রোহনপ্রীত, একের পর এক ভিডিও নিমেষে ভাইরাল নেটপাড়ায়

গত ২৪ শে অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর৷ দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন। আর ‘নেহু দ্য বিয়া’ এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের সমস্ত রীতি নিয়ম মেনেই পালন করেছেন গায়িকা। তার বিয়ের প্রতি মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়। গায়ে হলুদ, মেহেন্দি সব অনুষ্ঠানেই নেহার সাজের প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

 

View this post on Instagram

 

#NehaKakkar and #Rohanpreet’s honeymoon videos !!!??

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

হালকা গোলাপী রঙা লেহেঙ্গা, মাথায় মাংটিকা, হাতে চূড়া- সব মিলিয়ে নববধূবেশে চোখ ধাঁধানো সুন্দর লেগেছিল নেহাকে। কিন্তু অনেকেই নেহার পোশাকের সাথে অনুষ্কা,দীপিকা ও প্রিয়াঙ্কার মিল খুঁজে তাকে নিয়ে যথেচ্ছ ট্রোল করা শুরু করেছিলেন।

কিন্তু সেই সব ট্রোলে বিশেষ মাথা ঘামাননি গায়িকা। বরং একের পর এক বিয়ের ছবি পোস্ট করে নেট পাড়ায় ঝড় তুলছেন ‘নাচ মেরি রানি’র গায়িকা।

এরপর পাঞ্জাবে রিসেপশন পার্টি সেরে ফের মুম্বই ফিরে আসেন বলি-গায়িকা। মুম্বই ফেরার পরপরই হানিমুন সারতে দুবাইতে উড়ে যান নেহা-রোহন। দুবাইতে তাদের মধুচন্দ্রিমার একের পর এক ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়।

 

View this post on Instagram

 

#nehakakkar’s #Honeymoon Suite! #rohanpreetsingh

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

একটি বিলাসবহুল গাড়িতে তাদের নাচ মেরি লেয়লা গানের তালে তালে ভিডিও বানাতে দেখা যায়। প্রকাশ্যে আসে ফুল দিয়ে সাজানো একটি দামী হোটেলের ভিডিও-ও৷ নেহার জন্য রোহনই বোধহয় ওভাবে সাজিয়েছিলেন ঘর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥