• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিকিনি পরে পুলের জলে গর্ভবতী নেহা! নো মেক আপ লুকেই ঠিকরে বেরোচ্ছে প্রেগন্যান্সি গ্লো

Published on:

Neha Dhupiya Pregnent

দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। জুলাইয়ের মাঝামাঝি সময়েই স্বামী অঙ্গদ বেদী (Angad Bedi) এবং তিন বছরের কন্যা মেহেরকে (Meher) পাশে নিয়েই বেবি বাম্পের ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সুখবর দিয়েছিলেন নেহা। সেসময় কালো পোষাকে বেবি বাম্পের ছবি পোস্ট করে নেহা লিখেছিলেন, ‘এই ছবির সঠিক ক্যাপশন ভাবতে ভাবতেই দু’দিন কেটে গেল আমাদের। এরপর সবচেয়ে সুন্দর ক্যাপশনটি মাথায় এল। ধন্যবাদ ঈশ্বর।’

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন নেহা। মাঝে মধ্যেই দৈনন্দিন জীবনের টুকরো মুহুর্ত শেয়ার করেন তিনি। তাই অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই বোঝা যাবে এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ড চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। যদিও এই প্রথম নয় আগেও একবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন নেহা।

Neha Dhupia,নেহা ধুপিয়া,Baby Bump,বেবি বাম্প,Black Bikini,কালো বিকিনি,Pregnancy Period,গর্ভাবস্থা,Pool Party,পুল পার্টি,Pregnancy Glow,প্রেগন্যান্সি গ্লো

২০১৮ সালের ১০ মে হঠাত্‍ করেই বেস্ট ফ্রেন্ড অঙ্গদ বেদীর সাথে গাঁটছড়া বাঁধেন নেহা ধুপিয়া। তিন মাসের প্রেগনেন্ট অবস্থাতেই বিয়ে করেন নেহা।ওই বছরেই ১৮ নভেম্বর মেয়ে মেহর আসে তাঁদের জীবনে। তবে সেসময় সব কিছুই অনেকটা তাড়াহুড়োর মধ্যে ঘটেছিল সবকিছু। এই দ্বিতীয়বার মা হওয়ার প্রতিটা মুহুর্ত স্মরণীয় করে রাখছেন অভিনেত্রী।

Neha Dhupia,নেহা ধুপিয়া,Baby Bump,বেবি বাম্প,Black Bikini,কালো বিকিনি,Pregnancy Period,গর্ভাবস্থা,Pool Party,পুল পার্টি,Pregnancy Glow,প্রেগন্যান্সি গ্লো

তাই মাঝে মধ্যেই বেবি নিয়ে দেদার ফটোশ্যুট করেন নেহা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে ভাগ করে নেন তিনি। এমনিতে বরাবর সোশ্যাল ট্যাবু ভেঙে নিজের শর্তেই জীবন কাটান নেহা। তাই এবারও প্রেগন্যান্ট অবস্থায় কখনও নিয়মিত অভ্যাসে যোগ ব্যায়াম করছেন, আবার কখনও বেবি বাম্পার নিয়ে চুটিয়ে করছেন পুল পার্টি। এদিন বেবি বাম্প নিয়েই কালো বিকিনি পরে স্যুইমিং পুলের ধারে বসে ফটোশ্যুট করেছেন নেহা।

Neha Dhupia,নেহা ধুপিয়া,Baby Bump,বেবি বাম্প,Black Bikini,কালো বিকিনি,Pregnancy Period,গর্ভাবস্থা,Pool Party,পুল পার্টি,Pregnancy Glow,প্রেগন্যান্সি গ্লো

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে নেহা লিখেছেন ‘দু’জন মিলে আমরা পুল পার্টি করছি।’ নেহার মুখে মেক আপের লেশমাত্র নেই। তাতেই অবশ্য ঠিকরে বেরোচ্ছে তাঁর প্রেগন্যান্সি গ্লো। খোলা চুলে, চোখে কালো চশমা দেওয়া নেহার এই লুক দেখে অভিভূত নেটিজেনরা। মুগ্ধ হয়েছেন নেহার বন্ধুরাও। কমেন্ট বক্সে সাবা আলি খান, তাহিরা কশ্যপ, অমৃতা অরোরার মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন হবু মাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥