• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাকেও দাও! সদ্যজাতকে বুকের দুধ খাওয়ানোর ছবি দিয়ে নোংরা আক্রমণের শিকার নেহা ধুপিয়া

Published on:

নেহা ধুপিয়া,ব্রেস্ট ফিডিং,বলিউড,ট্রোল,Neha dhupia,Breast feeding,Bollywood,troll

বরাবরই স্রোতের বিপরীতে হেঁটে ছক ভাঙতে ভালোবাসেন অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia) । আর সেই কারণেই গর্ভবতী অবস্থায় কখনও পুল পার্টি করে তো কখনও যোগাসন শিরোনামে এসেছেন তিনি। গত ৩ রা অক্টোবর দ্বিতীয় বার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নেহা। ছেলের জন্মের পর সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন নেহার স্বামী অঙ্গদ বেদী (Angad Bedi)। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে তিনি লিখেছিলেন ‘আজ ভগবান একটা পুত্র সন্তান দিয়ে আমাদের কোল আলো করল।’

২০১৮ সালের ১০ মে হঠাত্‍ করেই বেস্ট ফ্রেন্ড অঙ্গদ বেদীর সাথে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা ধুপিয়া। তিন মাসের প্রেগনেন্ট অবস্থাতেই বিয়ে করেন নেহা। ওই বছরেই ১৮ নভেম্বর মেয়ে মেহর আসে তাঁদের জীবনে। তাই নেহা যে বরাবরই সাহসী এবং হটকে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

নেহা ধুপিয়া,ব্রেস্ট ফিডিং,বলিউড,ট্রোল,Neha dhupia,Breast feeding,Bollywood,troll

এবার ফের ছকভাঙা এক ছবি শেয়ার করেছেন নেহা। সদ্যজাত পুত্র সন্তানকে বুকের দুধ অর্থাৎ ব্রেস্ট ফিডিং করানোর ছবি পোস্ট করে নেহা লিখেছেন, “খাওয়ার স্বাধীনতা”। এক্কেবারে সাদা মাটা ঘরোয়া পোশাকে সদ্যজাতকে আগলে এই ছবি শেয়ার করতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কেউ কেউ কুমন্তব্য করেছেন এমনই যা মুখে আনতেও রুচিতে বাধে। খারাপ আর ভালো যেহুতু সমান্তরাল ভাবেই চলে তাই নেহার এই মাতৃত্ব উদযাপনকে কুর্নিশও জানিয়েছেন কেউ কেউ।

নেহা ধুপিয়া,ব্রেস্ট ফিডিং,বলিউড,ট্রোল,Neha dhupia,Breast feeding,Bollywood,troll

মেহের আসার সময় যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ঘটেছিল সবকিছু। তাই প্রথমবার মাতৃত্বের স্বাদ ভালোভাবে উপভোগ করতে না পারলেও দ্বিতীয়বার মা হওয়ার সময় প্রতিটা মুহুর্ত স্মরণীয় করে রাখছেন অভিনেত্রী। জল্পনায় শিলমোহর চলতি বছরের জুলাই মাসেই একটি ফটোশ্যুটের মাধ্যমে নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন নেহা ধুপিয়া

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥