• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খোলা আকাশের নীচে প্রাইভেট বীচে রাজকীয় মধুচন্দ্রিমায় লিপ্ত হলেন নেহা ও রোহান, প্রতি রাত্রে খরচ ..

Published on:

গত ২৪ শে অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর৷ দিল্লিতে শিখ ধর্মের আনন্দ করজ মতে বিয়ে সারেন বলিউড গায়িকা নেহা এবং রোহন। এবার বিয়ে রিসেপশন সেরে সম্প্রতি বরের সঙ্গে হানিমুন করতে দুবাই উড়ে গিয়েছেন নেহা।

এক্কেবারে জমিয়ে বিয়ে করেছেন তিনি। সাজ থেকে আয়োজনে এক ইঞ্চিও জমি ছাড়েননি তিনি। গায়ে হলুদ থেকে মেহেন্দি, রিসেপশন থেকে বিয়ে সবেতেই জমিয়ে সেজেছেন তিনি।

দুবাইতে এক ঝাচকচকে প্রাসাদ প্রমাণ হোটেলে হানিমুন সারছেন তারা। হোটেল আটলান্টিস, দ্য পাম-এ থাকতে তাঁদের প্রায় ৯০ হাজার টাকা খরচ হচ্ছে এক রাতের জন্য ।

খোলা আকাশের নীচে ফুলশয্যা, প্রাইভেট বীচ, ফুল সাজানো খাট সব মিলিয়ে রাজকীয়ভাবেই রয়েছেন নেহা রোহন।

এই হোটেলের ঘর ভাড়া শুরু প্রতি কাপল পিছু ২৬,৮৩৪ হাজার টাকা। আর সবচেয়ে এক্সপেনসিভ প্রেসিডেন্সিয়াল স্যুটের দাম ৩ লাখ ২১ হাজার ৪১৪ টাকা প্রতি রাতে । বাকি স্যুটগুলি ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে রয়েছে ।

নেহার ইন্সটা পোস্ট দেখে মনে করা হচ্ছে, তার প্রতিরাতে খরচ হচ্ছে প্রায় ৯০,০০০ টাকার কাছাকাছি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥