• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়ার গর্ভেই বড় হচ্ছেন ঋষি কাপুর, নিজের মুখেই জানালেন শাশুড়ি নীতু! রইল ভিডিও

Published on:

Neetu Kapoor says Rishi Kapoor will come back as Ranbir Alia child

চলতি সপ্তাহের শুরুতেই পরিবারে নতুন সদস্য আগমনের কথা ঘোষণা করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। এরপর থেকেই তাঁদের সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। দুই তারকার পরিবারের সদস্যরাও ছোট্ট সদ্যোজাতের অপেক্ষা করছেন। শীঘ্রই ঠাকুমা হতে চলা নীতু কাপুরও (Neetu Kapoor) তাঁর খুশি আটকে রাখছেন না। তবে তাঁর খুশির আরও একটি কারণ রয়েছে। ‘রণলিয়া’র সন্তান হয়েই নাকি ফিরে আসছেন অভিনেতা ঋষি কাপুর!

বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর, একথা কারোর অজানা নয়। একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে মহেশ ভাটের কন্যা আলিয়ার সঙ্গে ছেলের সম্পর্কে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন ঋষি (Rishi Kapoor)। দুই তারকার বিয়ের দিনও তিনি গুনতেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে তিনি দেখে যেতে পারেননি। ২০২০ সালে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে প্রয়াত হন এই প্রতিভাবান অভিনেতা। তবে তিনি এবার নাকি প্রিয় ছেলে-বৌমার সন্তান হয়েই ফের কাপুর পরিবারে ফিরে আসছেন।

Alia Bhatt pregnancy,Alia Bhatt,Neetu Kapoor,Ranbir kapoor,Neetu Kapoor on Ranbir Kapoor and Alia Bhat's child,bollywood,entertainment,রণবীর আলিয়ার বাচ্চার প্রসঙ্গে নীতু কাপুর,রণবীর কাপুর,আলিয়া ভাট,নীতু কাপুর,বলিউড,বিনোদন

সম্প্রতি কালার্স টিভির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পরিচালক ফারহা খান। সেই নাচের অনুষ্ঠানের বিচারক হলেন ঋষি-ঘরণী, অভিনেত্রী নীতু। সেই অনুষ্ঠানে প্রত্যেকে তাঁকে আলিয়ার গর্ভবতী হওয়ার সংবাদের জন্য শুভেচ্ছা জানান। ফারহা তখনই বলেন, রণবীর এবং আলিয়ার সন্তান হয়েই ফিরে আসছেন ঋষি কাপুর। সেই কথা শোনার পর খানিক আবেগপ্রবণ হয়ে নীতু বলেন, ‘হ্যাঁ’। সেই অনুষ্ঠানের মঞ্চেই এক প্রতিযোগীর পরিবারের এক সদস্য তাঁকে একটি কালো সুতো উপহার দেন। আলিয়ার গর্ভে থাকা সন্তানকে কুনজর থেকে বাঁচাতে এই জিনিসটি দেন তিনি।

Neetu Kapoor on returning Rishi Kapoor as Ranbir Alia's child

তবে এই প্রথম নয়, এর আগেও নীতু রণবীর-আলিয়ার সন্তানকে তাঁর শ্বশুর, শাশুড়ির আশীর্বাদ বলেছিলেন। সামাজিক মাধ্যমে রাজ কাপুর এবং কৃষ্ণা রাজ কাপুরের একটি হাসিমুখের ছবি শেয়ার করে সেকথা লিখেছিলেন তিনি।

ব্যক্তিগত সংবাদের পাশাপাশি যদি নীতু কাপুরের কাজের দিক থেকে বলা হয়, তাহলে সম্প্রতি তাঁকে ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে এখনও পর্যন্ত ভালোই ব্যবসা করেছে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥