• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর কদিনের অপেক্ষা, হবু মা আলিয়ার সাধে হচ্ছে এলাহি আয়োজন, অতিথি ওসব মহিলা বাদ স্বামী রণবীর!

Published on:

Neetu Kapoor and Soni Razdan to reportedly host a grand baby shower for Alia Bhatt

বলিউড (Bollywood) অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কাজের জন্য হোক, কিংবা ব্যক্তিগত কারণ রণবীর কাপুরের ঘরণী নিঃসন্দেহে বলিপাড়ার চর্চিত তারকাদের মধ্যে একজন। সম্প্রতি যেমন অভিনেত্রীর সাধভক্ষণ অনুষ্ঠানের (Baby shower) বেশ কিছু খুঁটিনাটি আপডেট সামনে এসেছে, যে কারণে ফের তাঁকে নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে।

বলিউডের অন্দরের গুঞ্জন, আলিয়ার সাধের অনুষ্ঠান এলাহিভাবে আয়োজন করতে চলেছেন তাঁর দুই মা নীতু কাপুর (Neetu Kapoor) এবং সোনি রাজদান (Soni Razdan)। তবে সেই অনুষ্ঠানে আলিয়ার স্বামী রণবীরের প্রবেশ অধিকার নেই। তাঁকে ছাড়াও উদযাপিত হবে সম্পূর্ণ অনুষ্ঠান।

Alia Bhatt and Ranbir Kapoor

আলিয়ার সাধ নিয়ে নীতু এবং সোনি জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোনা গিয়েছে, হবু মায়ের জন্য বেশ কিছু চমকেরও প্ল্যানিং করছেন দু’জনে। ইতিমধ্যেই সাধভক্ষণ অনুষ্ঠানের দিনক্ষণ এবং অতিথি তালিকাও প্রকাশ্যে এসে গিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আলিয়ার সাধ অনুষ্ঠান একটি ‘অল গার্লস সেলিব্রেশন’ হতে চলেছে। অর্থাৎ সেখানে শুধুমাত্র মহিলাদেরই প্রবেশাধিকার থাকবে। সেখানে আলিয়া, নীতু, সোনি এবং দুই পরিবারের সকল মহিলারা ছাড়াও আকাঙ্ক্ষা রঞ্জন, অনুষ্কা রঞ্জন-সহ অভিনেত্রীর বান্ধবীরা এবং কাপুর পরিবারের আত্মীয় শ্বেতা বচ্চন নন্দা, তাঁর মেয়ে নব্যা নবেলী নন্দা, আরতি শেট্টিও উপস্থিত থাকবেন।

Alia Bhatt Neetu Kapoor and Soni Razdan

আলিয়ার সাধের দিনের নিরিখে বলা হলে, এখনও চূড়ান্ত তারিখ প্রকাশ্যে আসেনি। তবে গুঞ্জন, চলতি মাসের শেষের দিকেই রাজকীয় কায়দায় আয়োজিত হবে এই অনুষ্ঠান। কাপুর এবং ভাট পরিবারের সদস্য এবং কাছের মানুষরা মিলে আলিয়ার এই বিশেষ দিনটি উদযাপন করবেন।

রণবীর ঘরণীর কাজের নিরিখে বলা হলে, এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ১৫০ কোটির বেশি টাকা কামিয়ে ফেলেছে সেই সিনেমা। এরপর অভিনেত্রীর হাতে রয়েছে, ‘রকি অউর রাণী কি প্রেম কাহিনী’। এছাড়াও শীঘ্রই ‘হার্ট অফ স্টোন’এর মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন, ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘ডার্লিংস’ খ্যাত অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥