টলিউড হোক কিংবা বলিউড (Bollywood) বিয়ের মরশুমে চারদিকে ধুম পড়েছে বিয়ের (Marriage)। সদ্য ২৬ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার (Neena Gupta) মেয়ে তথা খ্যাতনামা ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা (Masaba Gupta) এবং তাঁর দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ মিশ্রা (Satyadeep Mishra)।
একেবারে ঘরোয়া অনুষ্ঠানে হাতে গোনা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের নিয়েই এদিন সাতপাক ঘোরেন নীনা কন্যা। এদিন নববধূ মাসাবার পরনে ছিল তাঁর নিজের ব্র্যান্ড ‘হাউস অফ মাসাবা’র গোলাপি লেহেঙ্গা,সাথে পেস্তা রঙের দোপাট্টা। সেইসাথে সেজেছিলেন মা নীনা গুপ্তার গয়নায়। অন্যদিকে, সত্যদীপ পরেছিলেন মাসাবার-ই ডিজাইন করা হালকা গোলাপি কুর্তা ও পাজামা।
শুক্রবার সকালে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে মাসাবা লিখেছিলেন ‘এই প্রথম আমার গোটা জীবন একসাথে। এটাই আমরা। আমরা সুন্দর পরিবার’। মাসাবার শেয়ার করা ছবিতে মাসাবা আর সত্যদীপ-কে ছাড়াও দেখা যাচ্ছে মাসাবার বাবা ভিভ রিচার্ডস (Viv Richards) মা নীনা গুপ্তা এবং তাঁর বর্তমান স্বামী বিবেক মেহরা (Vivek Mehra)। এছাড়াও ছিলেন সত্যদীপের মা নলিনী এবং তাঁর বোন চিন্মায়া।
মেয়ের বিয়েতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মা নীনা গুপ্তা। মেয়ের বিয়ের ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে এদিন অভিনেত্রী লিখেছেন ‘মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি এবং আমার স্বামী’। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সাধারণ মানুষ থেকে তাবড় বলিয়া সেলিব্রেটি কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়ে দিয়েছেন সকলে।
প্রসঙ্গত নীনা গুপ্তের সাথে ভিভ রিচার্ডসের সম্পর্কের কথা অজানা নয় কারও কাছেই। তাছাড়া সম্পর্ক নিয়ে কোনোদিনই কোনো লুকোছাপা করেননি অভিনেত্রী। ভিভ রিচার্ডসের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেই তখনকার সময়ে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করেই সিঙ্গেল মাদার হয়েই মানুষ করেছিলেন মেয়ে মাসাবা কে। আর এদিন মেয়ের বিয়েতে সেই ভিভ রিচার্ডসের সাথেই এক ফ্রেমে ধরা দিলেন নীনা। এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে প্রশংসা। প্রসঙ্গত মাসাবা এবং সত্যদীপেরও কিন্তু এটা দ্বিতীয় বিয়ে।