সাম্প্রতিক অতীতে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Setial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে সৃজন, পর্ণা (Parna) সহ সম্পূর্ণ দত্ত বাড়ির সদস্যরা। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটির অবস্থান বেশ ভালো। ওপরের দিকেই নিজের স্থান ধরে রেখেছে ‘নিম ফুলের মধু’। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি বিরাট চমক।
বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে একটি মেয়েকে কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা নিয়েই শুরু হয়েছে জি বাংলার এই ধারাবাহিক। বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছে দর্শকমন। ‘বাবুউউর মা’ তথা কৃষ্ণার কূটকচালি দেখে দর্শকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিজের শাশুড়ির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তাঁরা।
‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, কৃষ্ণা এখন যে কোনও উপায়ে পর্ণা এবং সৃজনকে আলাদা করতে চাইছে। তাঁর ভয়, পর্ণা যদি আর কিছুদিন এই বাড়িতে থাকে তাহলে সৃজনকে ‘বশ’ করে ঠিক তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তাই কোনও ঝুঁকি না নিয়ে পর্ণাকে তাড়িয়ে বাড়ির বড় বৌ মৌমিতার (Moumita) বোনের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাইছে ‘বাবুউউর মা’।
ইতিমধ্যেই পর্ণা এবং তাঁর কলেজের সিনিয়রের মিথ্যে বিয়ের ছবি দেখিয়ে সৃজনের মনে সন্দেহের বীজ পুঁতে দিয়েছে কৃষ্ণা, মৌমিতা, তিন্নিরা। কিন্তু তাতেও শান্তি হচ্ছে না। পর্ণার অনুপস্থিতিতে সৃজন এবং তিন্নির বিয়ে সেরে ফেলতে চাইছে না। আর সেই জন্যই ‘মাতঙ্গী মা’ (Matangi Maa) রূপে হাজির হয়েছে মৌমিতা।
কৃষ্ণা-মৌমিতাদের চক্রান্তে বিয়ের মণ্ডপ অবধিও পৌঁছে যায় সৃজন-তিন্নি। কিন্তু ঠিক সময়ে সাধিকার ছদ্মবেশে সেখানে হাজির হয় পর্ণা। বেশ কয়েকদিন আগে প্রোমোতেই সেই দৃশ্য দেখে নিয়েছিলেন দর্শকরা। কিন্তু এবার মূল পর্বের পালা।
View this post on Instagram
‘নিম ফুলের মধু’র আজকের পর্বে দেখা যাবে, সৃজন-তিন্নির বিয়ে আটকাতে ‘মাতঙ্গী মা’য়ের ছদ্মবেশধারী মৌমিতাকে ঝাঁটাপেটা করে পর্ণা। ধারাবাহিকের সেই দৃশ্য দেখে দর্শকদের হাসি থামা দায় হয়ে গিয়েছে। এতদিন ধরে মৌমিতার সকল চক্রান্তের পর্ণা যোগ্য জবাব দিয়েছে বলে মত তাঁদের।