• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌমাকে এই লুকে দেখলে অজ্ঞান হবেন বাবুর মা! শাড়ি ছেড়ে শরীর দেখানো পোশাকে হাজির পর্ণা, রইল ছবি

Published on:

Tele Actres Pallavi Sharma shared photoshoot photos on social media

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। পল্লবী শর্মা (Pallavi Sharma), রুবেল দাসকে দেখা যাচ্ছে ধারাবাহিকের মুখ্য চরিত্রে। বিয়ের পর শাশুড়ি বৌমার ঠাণ্ডা-গরম সম্পর্ককে একেবারে বাস্তবের মতো করে ফুটিয়ে তোলা হচ্ছে ‘নিম ফুলের মধু’। আর এই বাস্তবধর্মী কাহিনী ও অভিনয়ের সৌজন্যেই অল্প কয়েকদিনের মধ্যে দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, পর্ণা (Parna) যতই চেষ্টা করুক না কেন বাবুর মা গলতে নারাজ। বৌমার ছোট ছোট বিষয়ে খুঁত ধরেন তিনি। সেই সঙ্গে ছেলের বিয়ে দিলেও আগলে আগলে রাখতে চান তিনি। কঠোর নিয়ম-শাসনের মধ্যে নিজের পরিবারকে বেঁধে রাখতে ভালোবাসেন বাবুর মা তথা কৃষ্ণা।

Neem Phuler Modhu, Neem Phuler Modhu Parna Babur Maa

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে সেখানকার সকল সদস্যের সঙ্গে ছেলেকে নাচতে দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে বাবুর মায়ের। এবার তো আবার ছেলের বৌ হাজির হয়েছে খোলামেলা পোশাকে!

Neem Phuler Modhu, Neem Phuler Modhu Parna

হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি শাড়ি-ব্লাউজ ছেড়ে শরীর দেখানো খোলামেলা পোশাকে হাজির হয়েছে পর্ণা। তবে পর্দায় নয়, বরং বাস্তবে। অর্থাৎ পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা সম্প্রতি ওয়েস্টার্ন পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা।


পল্লবীর শেয়ার করা ছবিতে তাঁকে একটি, রূপোলি রঙের থাই স্লিটেড সিকুইনড গাউনে দেখা যাচ্ছে। সম্পূর্ণ গাউনে চুমকি দিয়ে কাজ করা। পোশাকটি এতটাই সুন্দর যে তাঁর সঙ্গে কোনও গয়না অবধি পরতে হয়নি পল্লবীকে। পর্দার পর্ণার এই লুক দেখে তারিফ করে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


প্রসঙ্গত, খুব কম বয়সে মা-বাবাকে হারানোর পর অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন পল্লবী। পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু। এরপর ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবা চরিত্রে অভিনয়ের পর থেকে আকাশছোঁয়া সাফল্য পান তিনি। এখন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণা চরিত্রেও তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥