এই মুহূর্তে জি বাংলার অন্যতম প্রাইম টাইম একটি সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)। সিরিয়ালে নায়িকা পর্ণা (Parna)-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’ শেষ হওয়ার দীর্ঘ ২ বছর পর আবার এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছেন পল্লবী।
ধারাবাহিকে তাঁর বিপরীতে সৃজন (Srijan)-এর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। শুরুতেই শ্বাশুড়ি বৌমার কূটকচালি দেখে একেবারে রেগে লাল দর্শকদের একাংশ। যদিও এখনও পর্যন্ত এই নতুন সিরিয়াল নিয়ে দর্শকমহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিয়ে করে বাড়ি আসতে না আসতেই বৌমার প্রতি শাশুড়ির আচরণ রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের। আবার অনেকের দাবি এটাই বাস্তব।
আর এখানেই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা হয়ে উঠেছে এই সিরিয়াল। একদিকে যেমন এখনকার যুগেও দত্তবাড়ির মতো মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখানো হচ্ছে, অন্যদিকে ঠিক তার বিপরীতে পর্ণার মা-বাবার মতো খোলা মনের মানুষদেরও দেখানো হচ্ছে। তাই নায়ক নায়িকা সৃজন পর্ণা ছাড়াও দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে পর্ণার মা সর্বানী চরিত্রটিও।