জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণার (Parna) সাথে তার শাশুড়ি কৃষ্ণার উঠতে-বসতে ঝগড়া লেগেই থাকে। যার অন্যতম কারণ পর্ণার সবকিছুতে আগ বাড়িয়ে সমস্যার সমাধানে এগিয়ে যাওয়া।
সিরিয়ালটি নিয়মিত দর্শকরা জানেন সম্প্রতি ছোটকাকে বাঁচাতে লাখনৌয়ের খান সাহেবের ডেরায় হাজির হয়েছিল সৃজন-পর্ণাসহ,চয়ন-রুচি। সেখানে গিয়ে মেয়ে পাচারকারীদের মুখোশ খুলতে বাইজি সেজে নাচ গানও করতে দেখা গিয়েছিল দত্ত বাড়ির বৌমা পর্ণাকে।
![বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijanবাবুর মা,Babur Maa,আসন্ন পর্ব,Upcoming Episode](https://bongtrend.com/wp-content/uploads/2023/05/Neem-Phuler-Modhu-Neem-Phuler-Modhu-Parna-Parna-as-baiji-.jpg)
আর সেই খবর বড় বড় করে সংবাদপত্রের পাতায় বেরোতেই দত্ত বাড়িতে বেঁধে গিয়েছে একেবারে তুলকালাম কান্ড। মানেটা কি! জেঠু থেকে শুরু করে বাবুর মা সকলেরইকথার ঝাঁঝে একেবারে জেরবার তারকাটা পর্ণা। এমনকি প্রায়শ্চিত্ত করে তাঁর শুদ্ধ হওয়ার জন্য বিশেষ আয়োজনও করা হয়।
![বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijanবাবুর মা,Babur Maa,আসন্ন পর্ব,Upcoming Episode](https://bongtrend.com/wp-content/uploads/2023/05/Neem-Phooler-Madhu-3.jpg)
এদিন লখনৌ গিয়ে পর্ণার ছদ্মবেশ ধারণ করে বাইজি নাচের কথা জানতে পারা মাত্রই বাবুর মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু সে সময় স্ত্রীর অপমান শুনে পাশে দাঁড়িয়ে ছিল সৃজন। সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ জানিয়ে বলে,যদি পর্ণাকে বাড়ি ছাড়তে হয় তাহলে সেও বাড়ি ছাড়বে। নিজের আদরের বাবুকে এইভাবে আঁচল ছাড়া হয়ে যেতে দেখে ক্ষোভে ফেটে পড়ে কৃষ্ণা।
![বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijanবাবুর মা,Babur Maa,আসন্ন পর্ব,Upcoming Episode](https://bongtrend.com/wp-content/uploads/2023/05/Neem-Phooler-Madhu-4.jpg)
এরপর দেখা যায় পুরোহিত মশাই পর্ণার প্রায়শ্চিত্ত করার জন্য তাকে জিভে একটু গোবরের জল ঠেকাতে বলে। কিন্তু এই কথা শুনেই মাথার তার কেটে যায় পর্ণার। তাই সে সকলের সামনেই জানিয়ে দেয় এই সামান্য গোবরে তার প্রায়শ্চিত্ত হবে না। তাই সে অগ্নিপরীক্ষা দেবে। তাই কাঠকুটো এনে আগুন জ্বালিয়ে আগুনে ঝাঁপ দিতে যায় পর্ণা।
View this post on Instagram
সকলের বারন সত্বেও যখন পর্ণা না কোনো কথা শুনছিল না তখন সৃজন গিয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। আর এই দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় বাবুর মায়ের। জানা যাচ্ছে আগামী পর্বে দেখা যাবে বাবু তার মায়ের নাকের ডগা দিয়ে বউকে চ্যাংদোলা করে কোলে তুলে এনে ভালোবাসার ভরিয়ে দেবে, আর এতেই কষ্টে একেবারে বুক ফেটে যাবে বাবুর মায়ের। এখন দেখার আগামী পর্বের দত্ত বাড়িতে আরো কি কি তুলকালাম কান্ড ঘটে।