• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবুউউ’কে ফাঁকি দিয়ে বিয়ের পিঁড়িতে পর্ণা, প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র ধামাকাদার পর্ব

Published on:

Neem Phooler Madhu tinni makes fake photo of Parna getting married with college senior

সাম্প্রতিক অতীতে টেলভিশনের (Television) পর্দায় যে কটি নতুন ধারাবাহিকের (Serial) সম্প্রচার শুরু হয়েছে তার মধ্যে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) জনপ্রিয়তা দেখার মতো। অল্প সময়ের মধ্যেও দর্শকমনে স্থান করে নিয়েছে সৃজন-পর্ণা-বাবুউউর মা’রা। মধ্যবিত্ত পরিবারের বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে আদায় করে নিয়েছে দর্শকদের প্রশংসা। এবার এই সিরিয়ালেই আসছে একটি ধামাকেদার মোড়।

বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে যে যে সমস্যার সম্মুখীন হয় সেগুলিই ফুটিয়ে তোলা হচ্ছে ‘নিম ফুলের মধু’তে। ধারাবাহিকে দেখানো হচ্ছে, শিক্ষিতা-আধুনিকা পর্ণা (Parna) কীভাবে সেকেলে দত্তবাড়িতে এসে প্রত্যেকদিন লড়াই করছে। শাশুড়ি কৃষ্ণা এবং বড় জা মৌমিতা উঠেপড়ে লেগেছে পর্ণা এবং সৃজন (Srijan) তথা বাবুর সংসার ভাঙার জন্য। কিন্তু পর্ণাও রুখে দাঁড়িয়েছে।

Neem Phuler Modhu, Parna, Neem Phuler Modhu Parna

শিক্ষিতা-আধুনিকা ছেলের বৌ পর্ণাকে একেবারেই সহ্য করতে পারে না বাবুউউর মা তথা কৃষ্ণা। ছেলে এবং ছেলের বৌয়ের মধ্যেকার ঘনিষ্ঠতা দেখে একেবারে জ্বলেপুড়ে যাচ্ছে সে। তাই এবার সে ঠিক করেছে পর্ণাকে বাড়ি থেকে তাড়িয়ে মৌমিতার বোন তিন্নির সঙ্গে ছেলের আবার বিয়ে দেবে।

সৃজন এবং পর্ণাকে আলাদা করার শত চেষ্টা বিফলে যাওয়ার পর এবার একেবারে ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে হাজির হয়েছে কৃষ্ণা। ‘নিম ফুলের মধু’র সাম্প্রতিক পর্বে দেখা যাবে, কৃষ্ণা, মৌমিতা এবং তিন্নি মিলে সৃজনের সামনে একটি ছবি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, পর্ণার কনের বেশে বসে রয়েছে এবং পাশে বরের সাজে বসে রয়েছে তাঁর কলেজের সিনিয়র। যাকে নিয়ে সৃজন তাঁর বৌকে সন্দেহ করতো।

Neem Phuler Modhu

মৌমিতাদের কথায়, সোশ্যাল মিডিয়া ঘেঁটে এই ছবি তাঁরা খুঁজে পেয়েছে। তবে সেই ছবিটা একেবারেই মিথ্যে। বাবুর কানে বিষ ঢেলে পর্ণাকে বাড়ি থেকে তাড়ানোই আসল উদ্দেশ্য কৃষ্ণাদের। কিন্তু মা-বৌদির এই ছলনা ধরতে পারেনি সৃজন। পর্ণা এবং তাঁর সিনিয়রের বিয়ের সেই মিথ্যে ছবি দেখেই মাথা ঘুরে যায় তাঁর। ছবিটা দেখে সে বলে ওঠে, ‘অবশেষে বিয়েটা হল’!

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)


সন্দেহে অন্ধ হয়ে গিয়ে মা-বৌদিদের পাতা মিথ্যের ফাঁদে পা দিয়ে দিয়েছে সৃজন। দর্শকদের অনুমান, এই জন্যই হয়তো তিন্নিকে বিয়ে করতে রাজিও হয়ে যাবে সে। এবার দেখা যাক, পর্ণা কীভাবে কৃষ্ণা-মৌমিতার এই মিথ্যের পর্দাফাঁস করে নিজের সংসার বাঁচায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥