• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একচালা বাড়ি, একাই টানেন পুরো সংসার, রইল ‘নিম ফুলের মধু’র তিন্নির অজানা সংগ্রামের কাহিনী!

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন নবনীতা মালাকার (Nabanita Malakar)। একাধিক জনপ্রিয় বাংলা ধারবাহিকে (Bengali Serial) তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। এই মুহূর্তে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে খলনায়িকা তিন্নির (Tinni) চরিত্রে অভিনয় করছেন নবনীতা। পর্ণা এবং সৃজনের জীবনে ঝড় তুলতে কোনও খামতি রাখে না সে।

সম্প্রতি ‘নিম ফুলের মধু’র খলনায়িকার বাড়িতে উপস্থিত হয়েছিল ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। সেখানে নিজের মা-বাবার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পরিবারের সঙ্গে বসে অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসুর সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে দেখা যায় নবনীতাকে। সেই সঙ্গেই কথার সূত্রে উঠে আসে তাঁর জীবনের নানান অজানা কাহিনী।

   

Neem Phooler Madhu Tinni, Nabanita Malakar, Nabanita Malakar parents

এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হলেও অনেক লড়াই করেই এই জায়গা অর্জন করেছেন নবনীতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ির এক সাধারণ পরিবারে জন্ম তাঁর। গোটা সংসারের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। মা-বাবা ছাড়াও নবনীতার এক বোন রয়েছে। জনপ্রিয় এই টেলি অভিনেত্রী মা-বাবা দু’জনেরই বয়স হয়েছে, দু’জনেই অসুস্থ। তাঁদের ওষুধের খরচ রয়েছে। সেই জন্য অভিনেত্রীর দায়িত্বটাও অনেকটা বেশি।

‘নিম ফুলের মধু’ ছাড়াও আরও বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন নবনীতা। সেই তালিকায় নাম রয়েছে ‘পুণ্যি পুকুর’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’র মতো ধারাবাহিকের। টেলি দুনিয়ার এত সফল অভিনেত্রী হলেও তাঁর পরিবার এখনও জলপাইগুড়িতে এক চালার বাড়িতে থাকে। তবে পর্দার ‘তিন্নি’ জানিয়েছেন, এখন মা-বাবাকে সেখানে একটা বাড়ি বানিয়ে দিচ্ছেন তিনি।

Nabanita Malakar, Ghore Ghore Zee Bangla, Nabanita Malakar Ghore Ghore Zee Bangla

কথার সূত্রে নবনীতা জানান, জলপাইগুড়িতে সাধারণত মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে তাঁর মা-বাবা কখনও তাঁকে কমবয়সে বিয়ে করার জন্য জোর করেনি। বরং সবসময় বলেছেন, আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে করবে। মা-বাবার সমর্থন পেয়েই আজ কেরিয়ারে এত সফল হয়েছেন নবনীতা।

প্রসঙ্গত, অতীতেও একবার নবনীতা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল মুখ্য চরিত্র ছেড়ে হঠাৎ কেন খলনায়িকার চরিত্র করতে রাজি হয়েছেন তিনি? তখন অভিনেত্রী বলেছিলেন, অর্থনৈতিক চাপের কারণে তিনি রাজি হয়েছেন। কারণ বেশ কয়েকদিন তাঁর হাতে কোনও কাজ ছিল না। আগের টাকা দিয়ে এক বছর সংসার চালিয়েছেন। সে জন্য খানিকটা বাধ্য হয়েই খলনায়িকার চরিত্র করতে রাজি হন তিনি। তবে নবনীতার কথায়, নায়িকা হোক বা খলনায়িকা আসল কথা পারফরম্যান্সই বলে।

site