• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণাকে আটকাতে মিথ্যে নাটক, ইনজেকশন দেখেই চাঙ্গা ‘বাবুউউ’, ফাঁস ‘নিম ফুলের মধু’র আগাম পর্ব

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও অল্প দিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna)।

এই মুহূর্তে সিরিয়ালের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনার পর্ব। তাই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা। যার চাপ পড়ছে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাতেও। প্রায় প্রতি সপ্তাহেই তিনের মধ্যেই থাকছে এই সিরিয়াল।

   

Neem Phuler Modhu, Tollywood, Bengali serial, serial, television, নিম ফুলের মধু, টলিউড, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বিনোদন, টেলিভিশন, entertainment

প্রসঙ্গত শুরুতে সাংসারিক কূটকচালি নিয়ে সিরিয়াল শুরু হলেও এখন ধীরে ধীরে সিরিয়ালের আসল মানে খুঁজে পাচ্ছেন দর্শক। তাই তেতোটুকু সরিয়ে ধীরে ধীরে মিঠের হদিশ পাচ্ছেন এই সিরিয়ালের দর্শকরাও। বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণার দু চোখের বিষ পর্ণা। আর বিয়ের পর তো কথাই নেই। উঠতে বসতে যখন পারছে তখন যাচ্ছেতাই ভাবে অপমান করছে নিজের ছেলের বউকেও।

Srijan acts for stomach pain to stop parna from goint to tour

আসলে বাবুর মা সারাক্ষণ একটা ভয়ে ভয়ে থাকেন। তিনি সারাক্ষণ মনে করেন বিয়ের পর তার ছেলে হাতের বাইরে চলে যাবে। তাই ছেলে বৌমাকে দূরে রাখতে নিত্য নতুন ফন্দি এঁটে চলেছেন কৃষ্ণা। সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এই কারণেই মৌমিতার সাথে যুক্তি করেই পর্ণাকে কঠিন ব্রত করে সৃজনের থেকেদূরে থাকার প্রতিজ্ঞা করিয়েছে কৃষ্ণা।

আর বাবুর মায়ের কথা রাখতে গিয়ে খামোখা সৃজনের কাছে খারাপ হচ্ছে পর্ণা। যা নিয়ে ইতিমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হয়েছে একাধিকবার। অন্যদিকে সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে পর্ণাকে অফিসের কাজে সুন্দরবন যেতে হবে। কিন্তু বাবু কিছুতেই বৌকে কাছ ছাড়া কেটে চায় না। অন্যদিকে পর্ণা বাড়ি থাকবে না শুনে আনন্দে পুজো দিতে ছুটেছে বাবুর মা।

Sijan admitted to nursing home for stomach pain

এরইমধ্যে জানা যাচ্ছে ধারাবাহিকে আসছে মজার টুইস্ট। বাবুর মা পর্ণাকে অফিসের কাজে বাঁধা না দেওয়ায় এবার পেটে ব্যাথার মিথ্যে নাটক শুরু করবে বাবু। নার্সকে পটিয়ে ভুল রিপোর্ট তৈরি করেছে গলব্লাডার স্টোনের। কিন্তু পর্ণাও তো কম যায় না। তাই সেও ডাক্তারের সাথে প্ল্যান করে গলব্লাডার স্টোন এর সত্যিকারের অপারেশন করাতে নিয়ে যাবে বাবুকে। আর তাতেই ভয় পেয়ে অপারেশন থিয়েটার থেকে দৌড় দেবে বাবুউউউ।

site