• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথরুমে কাছাকাছি সৃজন-পর্ণা, দৌড়ে এল ‘বাবুউউ’র মা! প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র জমজমাট পর্ব

Published on:

Neem Phuler Madhu Srijan Parna together in Bathroom Krishna in tension viral promo

বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালে নায়িকা পর্ণা (Parna) চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী পল্লবী শর্মা। আর নায়ক সৃজনের (Srijan) ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত  রুবেল দাসকে।

নিজের পছন্দেই দেখাশোনা করে দত্ত বাড়িতে সৃজনের বৌ হয়ে এসেছে পর্ণা। সিরিয়ালটি যারা নিয়মিত টিভির পর্দায় দেখছেন তারা সকলেই জানেন আজকের যুগের মেয়ে হয়েও বাকিদের থেকে বেশ আলাদা পর্ণা। পাঁচ জনের সংসারে এসে শুরু থেকেই সবার সাথে মানিয়ে চলার চেষ্টায় কোনো ত্রুটি নেই তাঁর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,হোলি স্পেশাল,Holi Special,নতুন প্রোমো,New Promo

কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন বিয়ের পর থেকে শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণা আর বড় জা মৌমিতা আর তার বোন তিন্নি সারাক্ষণ কোনো না কোনো ষড়যন্ত্র করেই চলেছে তারা। পর্ণাকে সৃজনের থেকে আলাদা করতে বাবুর মা মৌমিতার সাথে যুক্তি করে পর্ণাকে এক কঠিন ব্রত করার জন্য রাজি করিয়েছে। এই ব্রত করার জন্য পর্ণাকে শর্ত দেওয়া হয়েছে সে সৃজনের কাছাকাছি যেন না যায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,হোলি স্পেশাল,Holi Special,নতুন প্রোমো,New Promo

কিন্তু এতো কথা পর্ণা সৃজনকে খুলে বলতে না পারায় সৃজন তাঁকে অকারণে ভুল বুঝছে। এই নিয়েই তাঁদের দুজনের মধ্যে চলছে মন কষাকষি। এরই মধ্যে দেখা যাচ্ছে পর্ণার অফিসে এন্ট্রি হয়েছে স্যান্ডি নাম এক নতুন চরিত্রের। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা নীল চ্যাটার্জিকে (Neil Chatterjee)।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,হোলি স্পেশাল,Holi Special,নতুন প্রোমো,New Promo
তার সাথে সম্পর্ক নিয়েই  পর্ণাকে অকারণে যখন তখন যা নয় তাই বলে অপমান করে চলেছে সৃজন। আর সৃজন পর্ণার এই ঝামেলার সুযোগ নিয়ে তাদের মধ্যে বারবার ঢুকে পড়ছে মৌমিতার বোন তিন্নি। এরই মধ্যে দেখা যাচ্ছে এসে গিয়েছে নীম ফুলের মধুর হোলি স্পেশাল নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে গামছা নিয়ে স্নানের জন্য কলঘরে গিয়েছে পর্ণা।

কিন্তু সেখানে আগে থেকেই স্নান করছিল সৃজন। তাই সৃজনকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল পর্ণা। কিন্তু বাবু তখন পর্ণার হাত ধরে টেনে নিয়ে দরজা রোম্যান্স শুরু করে। আর ঠিক তখনই সব ভেস্তে দিয়ে বাইরে থেকে ‘বাবুউ’ বলে চিৎকার করে ওঠে বাবুর মা। আর মায়ের ডাক শুনে ততক্ষণে স্নানঘরেই পর্ণার সাথে ভয়ে সিঁটিয়ে গিয়েছে সৃজন। নতুন এই প্রোমো দেখে ইতিমধ্যেই দারুন উত্তেজিত হয়ে পড়েছেন এই সিরিয়ালের দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥