• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউর মা’কে জেলে পাঠিয়ে বরের সাথে চুটিয়ে রোম্যান্স! পর্ণার কান্ড দেখে চোখ কপালে কৃষ্ণার

Published on:

Neem Phooler Madhu Srijan Parna romance

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই রয়েছে  টান টান উত্তেজনা।  তাই দত্ত বাড়ির একের পর এক ধুন্ধুমার কান্ড দেখে তা থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শকরাও। গত পর্বেই  দেখা গিয়েছে দত্ত বাড়িতে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশ নিয়ে হাজির হয়েছিল পর্ণা।

বৌমার মুখে বধূ নির্যাতনের অভিযোগের কথা শুনে হাপুস নয়নে কাঁদতে শুরু করেছিল বাবুর মা কৃষ্ণা।  অন্যদিকে মা বৌয়ের দড়ি টানাটানির হাত থেকে নিস্তার পেতে মনে মনে বউয়ের এই বুদ্ধির প্রশংসার তারিফ না করে পারে না সৃজন। পুলিশ দেখে জেলে যাওয়ার ভয়ে গতকাল অবশেষে কাঁদতে কাঁদতে  বাবুর বউকে সোনার হার পরিয়ে গলা জড়িয়ে ভালোবেসেছিল বাবুর মা।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bangla Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,রোম্যান্স,Romance,কৃষ্ণা,Krishna

যা দেখে মনে মনে পর্ণা বলতে শুরু করেছিল তার জগুদাদাকে যে তিনি তো সত্যি সত্যি পারতেন আদর করে তাকে বুকে টেনে নিতে। সেই সাথে পর্ণা জগু দাদাকে বলতে শুরু সে শুধু চায় সৃজনকে যেন তার মা বউয়ের মধ্যে ভেদাভেদ করতে না হয়। তার জন্যই সে এত কিছু করেছে।

এছাড়া গত পর্বে দেখা গিয়েছে সৃজন নিজের হাতে পর্ণার জন্য কফি বানিয়েছে। তবে কফি বানাতে গিয়ে হাতে ছাঁকা খায় সৃজন। কিন্তু সেসব থোড়াই কেয়ার। বৌকে নিয়ে বাবু তখন একেবারে রোমান্টিক মুডে। তাই রান্নাঘর থেকে কোলে তুলে বৌকে একেবারে ছাদে নিয়ে আসে সৃজন।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bangla Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,রোম্যান্স,Romance,কৃষ্ণা,Krishna

আর ছাদে গিয়ে দুজনেই সৃজনের প্রিয় রোমান্টিক গানে নাচ করতে শুরু করে। দূর থেকে তাদের দেখে মন ভালো হয়ে যায় বর্ষা আর চয়নের। ঠিক তখনই বর্ষার কাছে পিকলুর ফোন আসে।  আর সৃজন-পর্ণাকে দেখে মনে মনেই রুচিরার সাথে রোমান্টিক ডান্স করার কথা ভাবতে শুরু করে দেয় চয়ন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥